মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

যশোরে ভারত ফেরত কোয়ারেন্টিনে থাকা যাত্রীর মৃত্যু

যশোর ব্যুরো | প্রকাশের সময় : ১৬ মে, ২০২১, ৯:২৮ পিএম

যশোরের হোটেল বলাকায় কোয়ারেন্টিনে থাকা ভারত ফেরত বিমল চন্দ্র দে (৫৬) নামে এক যাত্রীর মৃত্যু হয়েছে। রোববার বিকেলে তিনি হোটেলে নিজের শয়নকক্ষে মারা যান।
বিমল চন্দ্র শরিয়তপুর সদর উপজেলার পালং এলাকার গৌরাঙ্গ চন্দ্র দের ছেলে। এই নিয়ে ভারত ফেরত কোয়ারান্টিনে থাকা দুই জনের মৃত্যু হলো।

পুলিশ ও স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, ক্যান্সার আক্রান্ত হয়ে চিকিৎসার জন্যে বিমল চন্দ্র ভারতে যান। গত ৮ মে তিনি বেনাপোল ইমিগ্রেশন দিয়ে দেশে ফেরেন। অসু্স্থ্য অবস্থায় ১৪ দিনের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে হোটেল বালাকায় তাকে রাখা হয়।

এ বিষয়ে জানতে চাইলে যশোরের সিভিল সার্জন শেখ আবু শাহীন বলেন, 'করোনা নেগেটিভ সনদ নিয়ে তিনি ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেন। ক্যান্সার আক্রান্ত হয়ে তিনি মারা যান। তার শরীরের করোনা ভাইরাস ছিলো কিনা তা পরীক্ষার জন্যে নমুনা সংগ্রহ করা হয়েছে।'

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন