বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

রানা প্লাজা ধসে হত্যা মামলা : রাজউকের ইমারত পরিদর্শক আওলাদ কারাগারে

প্রকাশের সময় : ৯ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রির্পোটার : রানা প্লাজা ভবন ধসের হত্যা মামলায় রাজউকের ইমারত পরিদর্শক মো. আওলাদ হোসেনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল পলাতক এ আসামি আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। শুনানী শেষে ঢাকার মুখ্য বিচারিক হাকিম শাহজাদী তাহমিনা আসামির জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর এ আদেশ দেন। এর আগে গত ২১ ডিসেম্বর একই আদালত মামলাটির অভিযোগপত্র গ্রহণ করে ৪১ জন আসামির মধ্যে ২৩ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। পরে ৩০ ডিসেম্বর পলাতক আসামিদের মধ্যে চারজন এবং গত ২৭ জানুয়ারি একজন আত্মসমর্পণ করলে তাদেরও জামিনের আবেদন নকচ করে কারাগারে পাঠায় আদালত। ফলে মামলাটিতে এখানো ১৭ জন আসামি পলাতক রয়েছেন। জামিনে আছেন ১৭ জন। এছাড়া রানা প্লাজা ভবন মালিক সোহেল রানাসহ সাত জন কারাগারে আছে। এরআগে ২০১৩ সালের ২৪ এপ্রিল মাসে রানা প্লাজা ভবন ধসে এক হাজার ১১৭ জনকে মৃত উদ্ধার করা হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও ১৯ জন মারা যায়। এ ছাড়া আহত হয় এক হাজার ১৭০ জন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন