শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

পুরো পরিবার শেষ, বাঁচল শুধু পাঁচ মাসের শিশুটি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ মে, ২০২১, ১২:০১ এএম

গাজার পশ্চিমে শরণার্থী শিবিরে ইসরাইলি বিমান হামলায় এক পরিবারের ১০ সদস্য নিহত হয়েছেন। শুধু বেঁচে গেছে ওই পরিবারের পাঁচ মাস বয়সী এক শিশু। তবে শিশুটি গুরুতর আহত। খবর বিবিসি ও রয়টার্সের। স্থানীয় সময় শনিবার গাজার পশ্চিমে শরণার্থী শিবিরে ইসরাইলি বিমান হামলা থেকে বেঁচে যাওয়া শিশুটির নাম ওমর আল হাদিদি। হামলায় শিশুটির মা, চার ভাইবোন ও স্বজনেরা নিহত হন। হামলার সময় শিশুটির বাবা মোহাম্মদ আল হাদিদি বাড়িতে ছিলেন না। তিনি রয়টার্সকে বলেন, ‘ওই শরণার্থীশিবির থেকে কোনো রকেট হামলা চালানো হয়নি। সেখানে শুধু শিশু ও নারী ছিল। কোন অপরাধে তাদের এভাবে মেরে ফেলা হলো?’ ওমরের চিকিৎসক বলেন, ‘পাঁচ মাস বয়সী শিশুটির অবস্থা ভালো না। তার পায়ের হাড় ভেঙে গেছে। সারা শরীরে আঘাতের দাগ।’ তিনি বলেন, ‘ওই শরণার্থীশিবিরে কোনো রকেট হামলা চালানো হয়নি। সেখানে শুধু শিশু ও নারী ছিল। কোন অপরাধে তাদের এভাবে মেরে ফেলা হলো?’

স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, শনিবার ভোরে গাজায় ইসরাইলের বিমান হামলায় কমপক্ষে চারজন নিহত হয়েছেন। ফিলিস্তিনিরা তেল আবিবকে লক্ষ্য করে রকেট ছুড়েছে। তেল আবিব থেকে অনেকে নিরাপদ জায়গায় পালিয়ে গেছেন। যুক্তরাষ্ট্র, জাতিসংঘ এবং মিসরের দূতেরা পরিস্থিতি শান্ত করতে কাজ করছেন। তবে এ পর্যন্ত পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ পরিস্থিতি নিয়ে আলোচনায় বসবে। ইতিমধ্যে তেল আবিব পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের ফিলিস্তিন ও ইসরাইল সম্পর্কবিষয়ক ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হাদি আমর। সূত্র : রয়টার্স।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (13)
Md Ryzul Chowdhury ১৭ মে, ২০২১, ১:৩৫ এএম says : 0
আহ আজ পুরো পৃথিবীর মজলুম মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে! নামাজ পড়ে বিচার দিবসের দিনের মালিক আল্লাহ কাছে বিচার দিলাম!
Total Reply(0)
Sumon Sarker ১৭ মে, ২০২১, ১:৩৫ এএম says : 0
খুবই কষ্ট লাগে, আদোও কী আমরা নিজেদের মানুষ বলে দাবি করার যোগ্য। মানবতা জাগ্রত হোক এতটুকুই প্রত্যাশা।
Total Reply(0)
ম নাছিরউদ্দীন শাহ ১৭ মে, ২০২১, ১:৩৫ এএম says : 0
জঘন্যতম নিষ্ঠুর বর্বরতা কি জবাব আছে?? পৃথিবীতে ফিলিস্তিনের মানুষের বাচার অদিকার নাই??গনহত‍্যার কি বিচার হবে??আর কত নারী পুরুষ শিশুর মৃত্যুর ভয়ংকর শিরোনাম বিশ্বের মুসলমানদের সইতেহবে?মহাপরাক্রমশালী আল্লাহর দরবারে বিভীষিকাময় করুন আহাজারি আত্ননাদ ফরিয়াদ পৌছায়নী?নিশ্চিতরূপে বলতে পারি আল্লাহ্ এই বর্বরতার কঠোর শাস্তি নিদ্ধারণ করে রেখেছেন। ইহুদি কাফের গন মুসলমান ইসলামের চরমশক্র। পৃথিবীর শ্রেষ্ঠ জঙ্গি ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহো দখলদার এই ইসরায়েলের অর্থ অস্ত্র শক্তি সাহস সভ‍্যতার মুখোশ পরা আন্তর্জাতিক সন্ত্রাসবাদ পৃষ্ঠপোষক আমেরিকা। ইতিমধ্যে ক্ষুদ্র অতি ক্ষুদ্র গজবে ছয়লক্ষমৃত্যু হয়েছে। শিক্ষা হয়নি হচ্ছেনা। বিশ্ব মহামারীতে আক্রান্ত নতুন নতুন ভাইরাস সৃষ্টিহচ্ছে জমিনে কিসের আলামত??আমরা মুসলমানদের ঈমান আকিদা বিশ্বাস নৈতিকতা বেহায়াপনা চরমসিমা অতিক্রম করেছে।মধ্যেপ্রাচ‍্যের আরবরা ক্ষমতার জন্যে আমেরিকার কৌশলে মধ্যে আটকে গেছে। নিজেদের নৈতিক চরিত্র ধ্বংস হওয়ার পথে। ঐক্যবদ্ধ নেই বিশ্বের মুসলিম শাসকগোষ্ঠী।আজকের শিরোনাম কত হ্নদয় বিদারক পুরো পরিবার বোমার আঘাতে ক্ষতবিক্ষত রক্তাক্ত শহীদ। বাকী শিশুটি জীবন মৃত্যুর মাঝে। বিশ্ব মানবতার সভ‍্যতার বিরুদ্ধে ইসরাইল ধ্বংসযজ্ঞ চালাচ্ছে প্রকাশ‍্যে ইসরাইলী প্রধানমন্ত্রী অবরোদ্ধ গাজা ফিলিস্তিনে ভয়ংকর বিমান ক্ষেপনাস্ত্র হামলা চালাচ্ছে। বিশ্ব জাহানের পালনকর্তা আল্লাহ আপনি ফিলিস্তিনের মুসলমানদের হত‍্যার বিচার করুন। পৃথিবীর বুকে জ্বালেম বর্বরতা সৃষ্টি কারী আমেরিকা ইসরায়েলের ভয়ংকর কঠিন শাস্তি দিন। আমরা অসহায় আমাদের ফরিয়াদ কবুল করুন। আমিন।
Total Reply(0)
ম নাছিরউদ্দীন শাহ ১৭ মে, ২০২১, ১:৩৫ এএম says : 0
জঘন্যতম নিষ্ঠুর বর্বরতা কি জবাব আছে?? পৃথিবীতে ফিলিস্তিনের মানুষের বাচার অদিকার নাই??গনহত‍্যার কি বিচার হবে??আর কত নারী পুরুষ শিশুর মৃত্যুর ভয়ংকর শিরোনাম বিশ্বের মুসলমানদের সইতেহবে?মহাপরাক্রমশালী আল্লাহর দরবারে বিভীষিকাময় করুন আহাজারি আত্ননাদ ফরিয়াদ পৌছায়নী?নিশ্চিতরূপে বলতে পারি আল্লাহ্ এই বর্বরতার কঠোর শাস্তি নিদ্ধারণ করে রেখেছেন। ইহুদি কাফের গন মুসলমান ইসলামের চরমশক্র। পৃথিবীর শ্রেষ্ঠ জঙ্গি ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহো দখলদার এই ইসরায়েলের অর্থ অস্ত্র শক্তি সাহস সভ‍্যতার মুখোশ পরা আন্তর্জাতিক সন্ত্রাসবাদ পৃষ্ঠপোষক আমেরিকা। ইতিমধ্যে ক্ষুদ্র অতি ক্ষুদ্র গজবে ছয়লক্ষমৃত্যু হয়েছে। শিক্ষা হয়নি হচ্ছেনা। বিশ্ব মহামারীতে আক্রান্ত নতুন নতুন ভাইরাস সৃষ্টিহচ্ছে জমিনে কিসের আলামত??আমরা মুসলমানদের ঈমান আকিদা বিশ্বাস নৈতিকতা বেহায়াপনা চরমসিমা অতিক্রম করেছে।মধ্যেপ্রাচ‍্যের আরবরা ক্ষমতার জন্যে আমেরিকার কৌশলে মধ্যে আটকে গেছে। নিজেদের নৈতিক চরিত্র ধ্বংস হওয়ার পথে। ঐক্যবদ্ধ নেই বিশ্বের মুসলিম শাসকগোষ্ঠী।আজকের শিরোনাম কত হ্নদয় বিদারক পুরো পরিবার বোমার আঘাতে ক্ষতবিক্ষত রক্তাক্ত শহীদ। বাকী শিশুটি জীবন মৃত্যুর মাঝে। বিশ্ব মানবতার সভ‍্যতার বিরুদ্ধে ইসরাইল ধ্বংসযজ্ঞ চালাচ্ছে প্রকাশ‍্যে ইসরাইলী প্রধানমন্ত্রী অবরোদ্ধ গাজা ফিলিস্তিনে ভয়ংকর বিমান ক্ষেপনাস্ত্র হামলা চালাচ্ছে। বিশ্ব জাহানের পালনকর্তা আল্লাহ আপনি ফিলিস্তিনের মুসলমানদের হত‍্যার বিচার করুন। পৃথিবীর বুকে জ্বালেম বর্বরতা সৃষ্টি কারী আমেরিকা ইসরায়েলের ভয়ংকর কঠিন শাস্তি দিন। আমরা অসহায় আমাদের ফরিয়াদ কবুল করুন। আমিন।
Total Reply(0)
Mamun Farhan ১৭ মে, ২০২১, ১:৩৫ এএম says : 0
মুসলমানেরা কি এখনো বুজতে পারছে না, যে জাতী সংঘ প্রতিষ্ঠা হয়েছে মুসলিম নিধনের জন্য!! তাই বলছি সকল মুসলিম দেশ গুলোর উচিত এই সংঘঠন থেকে বেরিয়ে এসে শুধু মুসলিম দের নিয়ে নতুন শক্তিশালী বিশ্ব ইসলামিক ঐক্য পরিষদ গড়ে তোলা
Total Reply(0)
Ekra Rexona ১৭ মে, ২০২১, ১:৩৫ এএম says : 0
ক্ষমতার লড়াইতে সাধারন মানুষের জীবন জীবিকার শেষ।আল্লাহ রহমাত ছাড়া তাদের রক্ষা নেই।
Total Reply(0)
ম নাছিরউদ্দীন শাহ ১৭ মে, ২০২১, ১:৩৬ এএম says : 0
জঘন্যতম নিষ্ঠুর বর্বরতা কি জবাব আছে?? পৃথিবীতে ফিলিস্তিনের মানুষের বাচার অদিকার নাই??গনহত‍্যার কি বিচার হবে??আর কত নারী পুরুষ শিশুর মৃত্যুর ভয়ংকর শিরোনাম বিশ্বের মুসলমানদের সইতেহবে?মহাপরাক্রমশালী আল্লাহর দরবারে বিভীষিকাময় করুন আহাজারি আত্ননাদ ফরিয়াদ পৌছায়নী?নিশ্চিতরূপে বলতে পারি আল্লাহ্ এই বর্বরতার কঠোর শাস্তি নিদ্ধারণ করে রেখেছেন। ইহুদি কাফের গন মুসলমান ইসলামের চরমশক্র। পৃথিবীর শ্রেষ্ঠ জঙ্গি ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহো দখলদার এই ইসরায়েলের অর্থ অস্ত্র শক্তি সাহস সভ‍্যতার মুখোশ পরা আন্তর্জাতিক সন্ত্রাসবাদ পৃষ্ঠপোষক আমেরিকা। ইতিমধ্যে ক্ষুদ্র অতি ক্ষুদ্র গজবে ছয়লক্ষমৃত্যু হয়েছে। শিক্ষা হয়নি হচ্ছেনা। বিশ্ব মহামারীতে আক্রান্ত নতুন নতুন ভাইরাস সৃষ্টিহচ্ছে জমিনে কিসের আলামত??আমরা মুসলমানদের ঈমান আকিদা বিশ্বাস নৈতিকতা বেহায়াপনা চরমসিমা অতিক্রম করেছে।মধ্যেপ্রাচ‍্যের আরবরা ক্ষমতার জন্যে আমেরিকার কৌশলে মধ্যে আটকে গেছে। নিজেদের নৈতিক চরিত্র ধ্বংস হওয়ার পথে। ঐক্যবদ্ধ নেই বিশ্বের মুসলিম শাসকগোষ্ঠী।আজকের শিরোনাম কত হ্নদয় বিদারক পুরো পরিবার বোমার আঘাতে ক্ষতবিক্ষত রক্তাক্ত শহীদ। বাকী শিশুটি জীবন মৃত্যুর মাঝে। বিশ্ব মানবতার সভ‍্যতার বিরুদ্ধে ইসরাইল ধ্বংসযজ্ঞ চালাচ্ছে প্রকাশ‍্যে ইসরাইলী প্রধানমন্ত্রী অবরোদ্ধ গাজা ফিলিস্তিনে ভয়ংকর বিমান ক্ষেপনাস্ত্র হামলা চালাচ্ছে। বিশ্ব জাহানের পালনকর্তা আল্লাহ আপনি ফিলিস্তিনের মুসলমানদের হত‍্যার বিচার করুন। পৃথিবীর বুকে জ্বালেম বর্বরতা সৃষ্টি কারী আমেরিকা ইসরায়েলের ভয়ংকর কঠিন শাস্তি দিন। আমরা অসহায় আমাদের ফরিয়াদ কবুল করুন। আমিন।
Total Reply(0)
Saifullah Tamim ১৭ মে, ২০২১, ১:৩৬ এএম says : 0
আপনি কোন ধর্মের সেটা ভুলে যান। তারপর কল্পনা করুন, আপনি শত শত বছর ধরে বংশ পরম্পরায় একটি এলাকায় বসবাস করছে। তারপর অসহায় একদল মানুষ আসলো আপনাদের কাছে৷ আপনারা তাদের আশ্রয় দিলেন। তারপর কী হল? তারপর সেই আশ্রয় গ্রহণকারীরাই আপনার ঘর থেকে আপনাদেরকে বের করতে চাইল৷ বের না হওয়ায় আপনার পরিবারের সদস্যদের তারা গু-লি করে মেরে ফেললো৷ আপনি শেষ চেষ্টা হিসেবে তাদেরকে হাতের লাঠি দ্বারা আঘাতের চেষ্টা করলেন। আবার অবাক দেখলেন, সবাই আপনার লাঠির আঘাতের কথা নিয়ে আলোচনা করছে। আপনার ঘর দখল হয়ে যাওয়া বা ফ্যামিলি মেম্বারদের হ-ত্যা নিয়ে কারো কোন কথা নেই। কেমন লাগবে তখন আপনার?
Total Reply(0)
Tareq Srabon ১৭ মে, ২০২১, ১:৩৬ এএম says : 0
মনে আছে ফিলিস্তিন এর সেই ছোট্ট শিশু টার কথা কয়েক বছর আগে আহত অবস্থায় সে কাঁদতে কাঁদতে বলেছিলো আল্লার কাছের বিচার দিবে । হয়তো তার দোয়া কবুল করে আল্লাহ করনা ভাইরাস দিয়ে দিয়েছেন। হে আল্লাহ তুমি একমাত্র হেফাজত কারী। ফিলিস্তিন এর মুসলিম দের তুমি রক্ষা করো।
Total Reply(0)
Amzad Ali ১৭ মে, ২০২১, ১:৩৭ এএম says : 0
মানুষ কখনোই ভাবেই না এই পৃথিবীটা কি ভাবে ঘুটি বিহীন দাড়িয়ে আছে। মানুষ জানে মৃত্যু সুনিশ্চিত তার পরেও এত জুলুম অত্যাচার করে কি ভাবে। দুনিয়ার ক্ষমতা খুবই অল্প সময়ের জন্য, কারণ মৃত্যু সবার জন্য নিশ্চিত।
Total Reply(0)
Aleem Alif ১৭ মে, ২০২১, ১:৩৭ এএম says : 0
ইনশাআল্লাহ্‌ ওমর আল হাদিদি কে দিয়ে ফিলিস্তিনের মুক্তির পথ উন্মোচিত হবে।
Total Reply(0)
salman ১৭ মে, ২০২১, ৬:১৬ এএম says : 0
Nichoi Allah sorbottom kowsuli. Ai kolizar Tukra k deye e Allah ah din ai Jews der DHONGSHO korben, In sha Allah
Total Reply(0)
Shaikh Muntasir ১৭ মে, ২০২১, ১০:০৭ এএম says : 0
আল্লাহর গজব অনিবার্য
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন