শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

উত্তপ্ত কলকাতা : তৃণমূলের দুই মন্ত্রীসহ গ্রেপ্তার ৪

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৭ মে, ২০২১, ১:০১ পিএম

করোনাভাইরাস সংক্রমণের মধ্যে উত্তপ্ত হয়ে উঠেছে ভারতের কলকাতা শহর। একদিনে লকডাউন অন্যদিকে নেতাদের গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ দেখাচ্ছে তৃণমূল।

এদিকে ভারতের কেন্দ্রীয় সরকার নারদা স্টিং অপারেশন কাণ্ডে পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূলের নেতা ও পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিম, পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, সাবেক মন্ত্রী শোভন চট্টোপাধ্যায় ও মদন মিত্রকে গ্রেপ্তার করেছে কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (সিবিআই)।

সিবিআইয়ের একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছে, নারদা কেলেঙ্কারিতে সোমবারই প্রথম অভিযোগপত্র জমা দেবে সংস্থাটি। তার আগে রাজ্যপালের অনুমতি নিয়ে সকালে এ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পশ্চিমবঙ্গের পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিমের চেতলা এলাকার বাড়িতে সোমবার সকালে কেন্দ্রীয় বাহিনী ও সিবিআই কর্মকর্তারা গিয়ে তাকে গ্রেপ্তার করেন। একই সময় গ্রেপ্তার করা হয় পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় এবং সাবেক দুই মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়, মদন মিত্রকেও‌।

ফিরহাদ হাকিমের গ্রেপ্তারের সময় তৃণমূলকর্মীদের সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর ব্যাপক উত্তেজনা দেখা যায়। একপর্যায়ে রাস্তায় শুয়ে পড়ে তৃণমূলকর্মীরা সিবিআইয়ের গাড়ি আটকে দেয়।

পরে মন্ত্রী ফিরহাদ হাকিম নিজেই গাড়ি থেকে নেমে কর্মীদের রাস্তা ছেড়ে দিতে অনুরোধ করেন।

ফিরহাদ বলেন, ‘আমাকে বিনা নোটিশে গ্রেপ্তার করা হয়েছে। আমরা আদালতে এর মোকাবিলা করব।’

তৃণমূল মন্ত্রীদের গ্রেপ্তারের পর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার মেয়র ও পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিমের বাসায় যায়। সেখান থেকে পরে চলে যান সিবিআইয়ের অফিস নিজাম প্যালেসে।

নিজাম প্যালেসে গিয়ে তিনি সাংবাদিকদের বলেন, ফিরহাদ হাকিমদের গ্রেপ্তার বেআইনি।

যতক্ষণ পর্যন্ত গ্রেপ্তার চার নেতাকে ছেড়ে দেয়া না হবে ততক্ষণ পর্যন্ত নিজাম প্যালেস ছাড়বেন না বলেও ঘোষণা দেন মমতা বন্দ্যোপাধ্যায়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (6)
Mujibur Rahman ১৭ মে, ২০২১, ৪:১৬ পিএম says : 0
বিজেপি হারের প্রতিশোধ নিবে কেন্দ্রীয় শাসন প্রয়োগে!
Total Reply(0)
Jahidul Islam ১৭ মে, ২০২১, ৪:১৬ পিএম says : 0
নির্বাচনে বিজেপি হেরে গেলে পশ্চিম বঙ্গ হবে কাশ্মীর!নির্বাচনের আগেই বিজেপির ছিল এই হুশিয়ারী!
Total Reply(0)
Subhamoy Biswas ১৭ মে, ২০২১, ৪:৩৫ পিএম says : 0
এখন মনে হচ্ছে যা পরিস্তিতি, এবার একটা ঝামেলা বাঁধবে, আর তখন রাজ্যপাল বলবে আইন শৃঙ্খলা ভেঙে গেছে, এবার রাষ্ট্রপতি শাসন। কি দূর্ধর্ষ প্ল্যানিং।
Total Reply(0)
Abdul Hasib ১৭ মে, ২০২১, ৪:৩৮ পিএম says : 0
বিজেপির ফাঁদে পা দেবে না তৃণমূল
Total Reply(0)
Sanjib Avimani ১৭ মে, ২০২১, ৪:৪০ পিএম says : 0
জয় বাংলা, এবার সামলা ।
Total Reply(0)
Abu Bakor ১৭ মে, ২০২১, ৫:০৩ পিএম says : 0
কখন, কোথায়, কোন্ আইন প্রয়োগ হয়, তা বাংলার মানুষ ভালই টের পাচ্ছে! দেশ থেকে আইনের শাসন তুলে দেওয়ার পাঁয়তারা অনেক আগে থেকেই নজরে পড়ছে।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন