শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

দক্ষিণাঞ্চলে ৪৮ ঘন্টায় করেনা সংক্রমনে প্রাণ গেল আরো দুজনের নতুন ২৬ জন সহ মোট আক্রান্ত প্রায় একলাখ মৃত ২৭৫

বরিশাল ব্যুরো | প্রকাশের সময় : ১৭ মে, ২০২১, ১:৩৬ পিএম

নমুনা পরিক্ষা বৃদ্ধির হাত ধরে সনাক্তের সংখ্যার সাথে দক্ষিণাঞ্চলে করেনায় মৃত্যুর সংখ্যাও বাড়ছে। সোমবার দুপুরের পূর্ববর্তি ৪৮ ঘন্টায় দক্ষিণাঞ্চলের ৬ জেলায় আরো ২৬ জন কোভিড-১৯ রোগী সনাক্তের সাথে বরিশাল ও বরগুনায় দুজনের মৃত্যু হয়েছে। মৃত দুজনের মধ্যে বরিশালের উজিরপুরে প্রায় ৯০ বছর বয়স্ক একজন ছাড়াও বরগুনার পাধরঘাটায় ৮৫ বছরের অপর এক বৃদ্ধ রয়েছেন। এর আগে ১২ মে বরিশাল মহাানগরীর আমবাগাান এলাকার ৭৯ বছর বয়স্ক একজনের মৃত্যু ঘটে। এনিয়ে দক্ষিণাঞ্চলে করেনা সংক্রমনে মৃতের সংখ্যা ২৭৫ জনে উন্নীত হল। যারমধ্যে বরিশাল মহানগরীতেই ৬৬ জন সহ জেলায় মৃতের সংখ্যা ১১৮। দক্ষিণাঞ্চলে মৃত্যুহার এখনো ১.৮২%।

গত ৪৮ ঘন্টায় দক্ষিণাঞ্চলে নমুনা পরিক্ষা হয়েছে ৩১১ জনের। যার মধ্যে সোমবার সকালের পূর্ববর্তি ২৪ ঘন্টায়ই ২৪১ জনের মধ্যে ২০ জনের এবং রোববারে মাত্র ৭০ জনের নমুনা পরিক্ষায় ৬ জনের করেনা পজিটিভ সনাক্ত হয়। বরিশাল শের এ বাংলা মেডিকেল কলেজ ও ভোলা জেনারেল হাসপাতালের আরটিÑপিসিআর ল্যাব সহ দক্ষিণাাঞ্চলের বিভিন্ন জেলা-উপজেলাতে এ পর্যন্ত ৯৯ হাজার ৮৫৮ জনের নমুনা পরিক্ষায় ১৫ হাজার ৭১ জনের করোনা পজিটিভ সনাক্ত হয়েছে। স্বাস্থ্য বিভাগের সবশেষ হিসেবে দক্ষিণাঞ্চলে করোনা পজিটিভ সনাক্তের হার ১৫.১৩%।
স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যানে এখনো বরিশাল মহানগরী দক্ষিনাঞ্চলের করোনার হটস্পট। এনগরীতে ইতোমধ্যে ৬৬ জনের মৃত্যু ছাড়াও করোনা সংক্রমিতের সংখ্যাও সাড়ে ৫ হাজারের ওপরে। আর মহানগরী সহ জেলায় মোট আক্রান্ত ৬ হাজার ৮৬৫ জনের মধ্যে ১১৮ জনের মৃত্যু হয়েছে। গত ৪৮ ঘন্টায় বরিশালে আক্রান্ত ৯ জনের সাথে মারা গেছেন একজন। আর দ্বিতীয় সর্বাধীক সংক্রমিত জেলা পটুয়াখালীতে গত ৪৮ ঘন্টায় দ.ুজন সহ এপর্যন্ত আক্রান্ত ২ হাজার ১৮৬ জনেরর মধ্যে ৫০ জনের মৃত্যু হয়েছে। ভোলাতেও গত ৪৮ ঘন্টায় নতুনকরে ১০ জন সহ মোট আক্রান্তের সংখ্যা ১ হাজার ৮৫০। মৃত্যু হয়েছে ২৫ জনের।
পিরোজপুরে গত ৪৮ ঘন্টায় নতুনকরে ৩জন আক্রান্ত হলেও এপর্যন্ত মোট সংখ্যাটা ১ হাজার ৬২৫। মারা গেছেন ৩১ জন। বরগুনাতেও এসময়ে নতুন সনাক্তের সংখ্যা একজন হলেও মারা গেছেন আরো ১ জন। জেলাটিতে এ পর্যন্ত ১ হাজার ২৪২ জন আক্রান্তের মধ্যে ২৫ জনের মৃত্যু হয়েছে। আর বরিশাল মহানগরীর পাশের ঝালকাঠীতে গত ৪৮ ঘন্টায় নতুন করে মাত্র ১ জনের দেহে করোনা পজিটিভ সনাক্ত হলেও ছোট এ জেলায় মোট আক্রান্তের সংখ্যা এখন ১ হাজার ৩০৩ । মৃত্যু হয়েছে ২৬ জনের।
অপারদিকে স্বাস্থ্য বিভাগের অনুমিত হিসেব গত ৪৮ ঘন্টায় ১৬৮ জন সহ দক্ষিণাঞ্চলে এপর্যন্ত মোট সুস্থ হয়ে উঠেছেন দক্ষিণাঞ্চলে ১২ হাজার ৯৮৮ জন। সুস্থতার হার গত ১৫ দিনে প্রায় ৫ভাাগ বেড়ে এখন ৮৬.১৮%। তবে তা মার্চের শেষভাগের তুলনায় এখনো প্রায় ১০ ভাগ কম।
দক্ষিণাঞ্চলে এখনো নমুনা পরিক্ষার তুলনায় সর্বাধীক সংক্রমিত জেলা ঝালকাঠী, ১৯.২৪% এবং সর্বনি¤œ বরগুনা ৯.৮৩%। আর মৃত্যুহার সর্বাধীক পটুয়াখালীতে, ২.২৯%।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন