বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

করোনায় আরোও ২জনের মৃত্যু হলো সিলেটে, আক্রান্ত ৪৪

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ১৭ মে, ২০২১, ৫:৫০ পিএম

সিলেটে গত ২৪ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ২ জনের। এ নিয়ে বিভাগে মৃতের সংখ্যা এখন দাড়িয়েছে ৩৭৯ জনে। একই সময়ে বিভাগে করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন আরও ৪৪ জন। ওই সময়ে সুস্থ হয়েছেন ৪৭ জন। আজ সোমবার (১৭ মে) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২জন। এনিয়ে সিলেট বিভাগে করোনায় মৃত্যুর সংখ্যা ৩৭৯ জন। এরমধ্যে সিলেটে ৩০৪ জন, সুনামগঞ্জে ২৮ জন, হবিগঞ্জে ১৮ জন এবং ২৯ জন মৌলভীবাজারের । একই সময়ে করোনা আক্রান্ত হয়েছেন আরও ৪৪জন। এনিয়ে বিভাগে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা গিয়ে দাঁড়ালো ২১ হাজার ৫১১জন। এরমধ্যে সিলেট ১৩ হাজার ৯৩৯ জন, সুনামগঞ্জে ২ হাজার ৭৬২ জন, হবিগঞ্জ ২ হাজার ৪৩২ জন ও ২ হাজার ৩৭৮ জন মৌলভীবাজারে। এছাড়া নতুন করে আরও ৪৭ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এনিয়ে বিভাগে করোনা থেকে সুস্থ হওয়া রোগীর সংখ্যা ২০ হাজার ৩৯৯ জন। এরমধ্যে সিলেট ১৩ হাজার ৫১১ জন, সুনামগঞ্জে ২ হাজার ৬৮৮ জন, হবিগঞ্জ ১ হাজার ৯৫৪ জন ও ২ হাজার ২৪৬ জন মৌলভীবাজারে। এদিকে সিলেটের চার জেলা মিলে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ১৮৫ জন করোনা আক্রান্ত রোগী।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন