বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

মিয়ানমারে অস্ত্র সরবরাহে নিষেধাজ্ঞার আহবান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ মে, ২০২১, ১২:০১ এএম

জাতিসংঘের সাধারণ পরিষদ মিয়ানমারের জান্তা সরকারকে অস্ত্র সরবরাহে ‘তাৎক্ষণিক নিষেধাজ্ঞা’ আহবানের খসড়া প্রস্তাব মঙ্গলবার উত্থাপন করতে যাচ্ছে। সংস্থাটির এক কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। সাধারণ পরিষদ নিরাপত্তা পরিষদের মতো বাধ্যতাম‚লক নিষেধাজ্ঞা আরোপ করতে পারে না। তবে এর শক্তিশালী রাজনৈতিক গুরুত্ব রয়েছে। যদি ঐকমত্যের মাধ্যমে অনুমোদনে পৌঁছানো না যায়, তাহলে সম্পূর্ণ সাধারণ পরিষদ- যেখানে ১৯৩টি সদস্য রাষ্ট্র রয়েছে - এই পদক্ষেপের পক্ষে ভোট দেবে। এই নিষেধাজ্ঞার আহবানের সূচনা করে লিশটেনস্টাইন। ইউরোপীয় ইউনিয়ন, ব্রিটেন ও যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থনে এই সাধারণ সভা মঙ্গলবার গ্রিনিচ মান সময় অনুযায়ী সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এএফপি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন