বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

নেছারাবাদে মোবাইলকোর্টের খবর পেয়ে দোকানের সার্টার নামিয়েও রক্ষা হলনা ব্যবসায়ীর

নেছারাবাদ (পিরোজপুর) সংবাদদাতা | প্রকাশের সময় : ১৮ মে, ২০২১, ৪:১৮ পিএম

নেছারাবাদ মোবাইল কোর্টের খবর পেয়ে দোকানের সার্টার নামিয়ে ভিতর বসে বেচাকেনা করেও শেষ রক্ষা হলোনা মিজানুর রহমান নামে এক প্লোট্রি ফিড ব্যবসায়ীর। মঙ্গলবার দুপুরে উপজেলার মিয়ারহাট বাজারে ওই অভিযান পরিচালনা করা হয়। লাইসেন্স ব্যাতীত মৎস্য ও পশু খাদ্যর অবৈধ ব্যবসা পরিচালনায় তাকে ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত। নেছারাবাদ সহকারি কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট বশির গাজী ওই আদালত পরিচালনা করেন। এসময়, লাইসেন্স ব্যতীত ব্যবসা পরিচালনা এবং সরকার নিষিদ্ধ গরু মোটা তাজা করনের ঔষধ বিক্রির অপরাধে আরো তিন ব্যবসা প্রতিষ্ঠানকে ১২হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে ওই চার ব্যবসা প্রতিষ্ঠানের মিজানুর রহমানকে ৫০ হাজার, ফজলে রাব্বিকে ৫ হাজার,আব্দুল হাই ২ হাজার এবং চুন্নু মিয়া কে ৫ হাজার টাকাসহ মোট ৬২,০০০ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় সাথে ছিলেন, ভেটোনারি সার্জন শওকত হোসেন আলী,উত্তম কুমারসহ পুলিশের একটি টিম।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন