শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

ভীতি ছড়াচ্ছে ভয়ঙ্কর বজ্রপাত

৯ জেলায় প্রাণ হারালো ২২ জন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ মে, ২০২১, ১২:০০ এএম

দেশে ঝড়োবৃষ্টিতে বজ্রপাত ভয়ঙ্কর হয়ে উঠছে। জৈষ্ঠ মাসের প্রথম বজ্রপাতে আট জেলায় ১৬ জন প্রাণ হারিয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ১০ জন আহতের খবর পাওয়া গেছে। নিহতদের বেশির ভাগই কৃষক। মাঠে কাজ করার সময় বজ্রপাতে তাদের মৃত্যু হয়। নিহতদের মধ্যে নেত্রকোনার ৯ জন, ফরিদপুরে ৪ জন মানিকগঞ্জে ২ জন, সিরাজগঞ্জে ২ জন, কিশোরগঞ্জের একজন, জামালপুরের সরিষাবাড়ীতে একজন, শেরপুরে একজন, সুনামগঞ্জে একজন ও ময়মনসিংহের একজন রয়েছেন। গত কয়েক বছর ধরে দেশে মৌসুমি বৃষ্টির সঙ্গে বজ্রপাতে মৃত্যুর সংখ্যা বাড়ছে। গত বছর প্রায় শতাধিক মানুষ বজ্রপাতে প্রাণ হারিয়েছিলেন।
নেত্রকোনা : হাওরে কাজ করতে গিয়ে নেত্রকোনার চার উপজেলায় বজ্রপাতে আটজন নিহত হয়েছেন। এদের মধ্যে কেন্দুয়া উপজেলায় দু’জন, মদনে দু’জন, খালিয়াজুরীতে তিনজন কৃষক ও পূর্বধলায় এক শিশু রয়েছে। এছাড়া বজ্রপাতে খালিয়াজুরীতে পাঁচজন ও মদনে চারজন আহত হয়েছেন। গতকাল বিকেল পৌনে ৩টায় এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন, কেন্দুয়ার পাইকুড়া ইউনিয়নের বৈরাটী গ্রামের মো. বায়েজিদ মিয়া (৪২) ও কান্দিউড়া ইউনিয়নের কুণ্ডলী গ্রামের মো. ফজলুর রহমান (৫৫), খালিয়াজুরীর মেন্দিপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের খেলু ফকিরের ছেলে কৃষক অছেক মিয়া (৩২) একই গ্রামের আমির সরকারের ছেলে কৃষক বিপুল মিয়া (২৮), বাতুয়াইল গ্রামের মঞ্জুরুল হকের ছেলে মনির হোসেন, মদন উপজেলার পশ্চিম ফতেপুর গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে হাফেজ মো. শরীফ (১৮) ও একই গ্রামের মৃত আব্দুল মন্নাফের ছেলে মাওলানা আতাবুর রহমান (১৯) ও পূর্বধলার দলামূলগাঁও ইউনিয়নের টাকলি গ্রামের ইছাক মিয়ার ছেলে জুনাইদ (৮)।
মানিকগঞ্জ : মানিকগঞ্জে গতকাল বিকেলে জেলার সদর উপজেলার গিলন্ডে ঘুড়ি উড়াতে গিয়ে এক স্কুলছাত্র ও পৌরসভার পৌলী এলাকায় ধান কাটতে গিয়ে এক শ্রমিক বজ্রপাতে নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন। নিহতরা হলেন-সদর উপজেলার গিলন্ড গ্রামের মাসুদ মোল্লার ছেলে দশম শ্রেণির ছাত্র আসিফ (১৫) এবং ঘিওর উপজেলার বড়টিয়া গ্রামের বাসিন্দা আজমত আলী (৫০)। আহতদের মধ্যে অনিক নামে একজনের অবস্থা আশঙ্কাজনক। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

ফরিদপুর : জেলায় বজ্রপাতে নারীসহ চারজন নিহত হয়েছেন। গতকাল বিকেল ৪টা ও সাড়ে ৫টার দিকে ফরিদপুর পৌরসভার পশ্চিম গঙ্গাবর্দী, পাঁচ নম্বর ওয়ার্ডের মোল্লা ডাঙ্গী মহল্লায়, সদর উপজেলার নর্থ চ্যানেল ও মধুখালী উপজেলার চাঁদপুরে এ ঘটনা ঘটে। ধান নিয়ে বাড়িতে ফেরার সময় বিকেল সাড়ে ৪টার দিকে ফরিদপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের মোল্লাডাঙ্গী মহল্লায় বজ্রপাতে নিহত হন আনোয়ারা বেগম (৪৫) নামে এক নারী। আনোয়ারা বেগম মোল্লা ডাঙ্গী গ্রামের বাসিন্দা কৃষক কাবুল শেখের স্ত্রী।
এদিকে, বিকেল ৪টার দিকে ধান নিয়ে বাড়ি ফেরার পথে ফরিদপুর পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের পশ্চিম গঙ্গাবর্দী মহল্লায় বজ্রপাতে কৃষক কবির মোল্লা (৪৮) নিহত হয়েছেন। এছাড়া বিকেলে বজ্রপাতে সদর উপজেলার নথ চ্যানেল ইউনিয়নে মারা যান দুলাল খান (৫৮) নামের এক কৃষক। মধুখালী উপজেলায় বৃষ্টির মধ্যে পাটক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে কবির শেখ (৪১) নামের এক কৃষক নিহত হয়েছেন। বিকেল সাড়ে ৫টায় এ ঘটনা ঘটে। তিনি উপজেলার কামালদিয়া ইউনিয়নের চানপুর গ্রামের নবিন শেখের ছেলে।
ময়মনসিংহ : তারাকান্দা উপজেলায় ফুটবল খেলার সময় বজ্রপাতে আতিকুল ইসলাম নামের এক যুবক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও একজন। গতকাল দুপুর ২টায় উপজেলার রামপুর ইউনিয়নের খলিশাজান গ্রামে খোলা মাঠে এ দুর্ঘটনা ঘটে। নিহত আজিজুল উপজেলার রামপুর ইউনিয়নের খলিশাজান গ্রামের আজমত আলীর ছেলে।
সুনামগঞ্জ : দোয়ারাবাজা উপজেলায় বজ্রপাতে আবু তাহের (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল বিকেলে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু তাহের দোয়ারাবাজার সদর ইউনিয়নের তেগাঙ্গা গ্রামের তাজউদ্দিনের ছেলে।

কিশোরগঞ্জ : নিকলীতে বজ্রপাতে মো. আরিফুল ইসলাম (১৭) নামের এক কিশোর গরু আনতে গিয়ে বজ্রপাতে নিহত হয়েছে। দুপুরে উপজেলার গুরুই ইউনিয়নের পার্শ্ববর্তী বিয়াতিরচর হাওরে এ দুর্ঘটনা ঘটে। নিহত আরিফুল গুরুই ইউনিয়নের বেতি নোওয়াগাঁও এলাকার মিয়া চাঁনের ছেলে।
শেরপুর : শেরপুরে বজ্রপাতে এক গৃহবধূ নিহত হয়েছেন। গত সোমবার বিকেলে শেরপুর সদর উপজেলা হরিণধরা পূর্বপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুজেদা বেগম (৪৫) হরিণধরা পূর্বপাড়া গ্রামের হান্নান মিয়ার স্ত্রী। নিহতের পরিবারের বরাত দিয়ে শেরপুর সদর থানার ওসি জানান, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে।
সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে দুই উপজেলায় পৃথক বজ্রপাতে ২ জনের মৃত্যু হয়েছে। গত সোমবার বিকালে এ ঘটনা ঘটে। মৃতরা হলেন, রায়গঞ্জ উপজেলার ধামাইনগর ইউনিয়নের অধীন সিংয়ের ছেলে নিরঞ্জন সিং (২১) ও তাড়াশ উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের নাড়া তেঘুরি গ্রামে তোফাজ্জল হোসেনের স্ত্রী হালিমা খাতুন (৫৫)।

সরিষাবাড়ী (জামালপুর) : জামালপুরের সরিষাবাড়ীতে শ্বশুর বাড়িতে ঘুরতে এসে বজ্রপাতে রুবেল মিয়া (৩৫) নামে এক জামাইয়ের মৃত্যু হয়েছে। গত সোমবার বিকেলে পৌরসভার বলারদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের স্ত্রী লিমা বেগম জানান, ঈদে স্বামী-সন্তান নিয়ে বাবার বাড়িতে আসেন তারা। বিকেলের দিকে শ্বশুর লিটন মিয়ার জমিতে ধান কাটার কাজ করছিলেন। হঠাৎ বৃষ্টি শুরু হয়। বৃষ্টির মধ্যে কাজ বন্ধ না করে সে ধান কাটা চালিয়ে যান। এ সময় বজ্রপাতে রুবেল মিয়ার শরীর ঝলসে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সরিষাবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক জাহিন উল কবীর তাকে মৃত ঘোষণা করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
ডালিম ১৯ মে, ২০২১, ৩:৩৬ এএম says : 0
আল্লাহ সবাইকে হেফাজত করুক
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন