শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

অর্ধযুগ পর বেনজেমা

ইউরোর ফ্রান্স-জার্মানি দল

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২০ মে, ২০২১, ১২:০০ এএম

বিষয়টা যে নিশ্চিত, দিন দুয়েক ধরে সে ধারণাই পাওয়া যাচ্ছিল ইউরোপীয় সংবাদ মাধ্যমে। গতপরশু রাতে এল চূড়ান্ত ঘোষণা। প্রায় অর্ধযুগ পর ফ্রান্স জাতীয় দলে ফিরলেন করিম বেনজেমা। এরপর ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের প্রতিক্রিয়াও ব্যক্ত করেছেন তিনি।
ফ্রান্সের জার্সি গায়ে চড়িয়ে ২০১৫ সালের অক্টোবরে খেলেছিলেন শেষ ম্যাচটা। এরপর থেকেই মাঠের বাইরে কান্ড ঘটিয়ে দলে হয়ে পড়েছিলেন ব্রাত্য। অনেক পানি ঘোলা হয়েছে সে ঘটনার পর। অবশেষে ফ্রান্সের ঘোষিত ইউরো দলে জায়গা মিলেছে তার। কারণটা যে শেষ বছর দেড়েক ধরে রিয়াল মাদ্রিদে তার দারুণ ফর্ম, তা বলাই বাহুল্য। সেজন্যে তো ফরাসি পেশাদার ফুটবল অ্যাসোসিয়েশন প্রদত্ত বাইরের লিগে খেলা সেরা ফরাসি পুরস্কারটাও জিতেছিলেন তিনি!
বেনজেমা দলে ফিরেই সামাজিকযোগাযোগ মাধ্যমে একটা পোস্ট করেন। যেখানে তিনি লেখেন ‘আলহামদুলিল্লাহ। ফ্রান্স দলে ফিরতে পেরে, তাদের আস্থা অর্জন করতে পেরে আমি খুবই গর্বিত। আমার পরিবার, আমার ক্লাব, আমার বন্ধুরা, আর আপনাদের সবাই যারা আমাকে সমর্থন দিয়েছেন এবং প্রতিনিয়ত মানসিক শক্তি যোগান দিয়ে গেছেন তাদের সবাইকে ধন্যবাদ।’
এদিকে রাশিয়া বিশ্বকাপের গ্রুপপর্ব থেকে ভরাডুবিরএক বছরেরও কম সময়ের মধ্যে থমাস মুলার ও ম্যাট হামেলসকে ছাঁটাই করেছিলেন জোয়াকিম লো। দুই বছর পর ব্রাজিল বিশ্বকাপ জয়ী তারকাদ্বয় আবার ফিরলেন জার্মানি জাতীয় দলে। আগামী ১১ জুন থেকে শুরু হতে যাওয়া ইউরোর জন্য ২৬ জনের দল ঘোষণা করেছে জার্মানি। ২০১৯ সালের পর প্রথমবার এই দলে ডাক পেয়েছেন বায়ার্ন মিউনিখ ও বরুশিয়া ডর্টমুন্ডের এই দুই তারকা। মুলার ও হামেলসকে দলে রাখার পর লো বলেছেন, ‘তারা দুর্দান্ত মৌসুম কাটিয়েছে, তাই আমরা তাদের ফিরিয়ে আনলাম। নেতৃত্বসুলভ অবদান রাখতে পারে তারা। আমাদের চিন্তাধারা তারা জানে এবং দলের একটা বড় অংশ তারা। আগে আমরা তাদের বাইরে রাখার সিদ্ধান্ত নিয়েছিলাম কারণ আমরা চেয়েছিলাম অন্যদের বিকশিত হওয়ার সুযোগ দিতে।’
বুন্দেসলিগার এই আসরে টানা নবমবার বায়ার্নকে চ্যাম্পিয়ন করতে ৩১ ম্যাচ খেলে ১১ গোল করেছেন মুলার। দলে জায়গা পাওয়ার পর এই ৩১ বছর বয়সী ফরোয়ার্ড বলেছেন, ‘আবারও ফিরলাম।’ ২০১০ সালে আন্তর্জাতিক অভিষেকের পর ১০০ ম্যাচ খেলে ৩৮ গোল করেছেন তিনি। দেশের হয়ে ৭০ ম্যাচ খেলে ৫ গোল করা হামেলস আপ্লুত। ডর্টমুন্ডের এই ডিফেন্ডার বলেছেন, ‘আমি সত্যিই খুশি এবং আবারও জার্মানির হয়ে খেলতে পারবো বলে গর্বিত।’

ফ্রান্স দল
গোলরক্ষক : হুগো লরিস, মাইক মাইগনান, স্তিভ মাদাঁদাঁ। ডিফেন্ডার : লুকাস দিনিয়ে, লিও দুবোয়া, লুকাস হার্নান্দেজ, জুল কুন্দে, প্রেসনেল কিম্পোজ, ক্লেমো লংলে, বেঞ্জামিন পাভার্দ, রাফায়েল ভারানে, কুর্ত জুমা। মিডফিল্ডার : এনগোলো কান্তে, তমাস লেমার, পল পগবা, আদ্রিও রাবিও, মুসা সিসোকো, কোরেনতিন তোলিসো। ফরোয়ার্ড : উইসাম বেন ইয়েদের, করিম বেনজেমা, কিংসলে কোমান, উসমান দেম্বেলে, অলিভিয়ের জিরুদ, আতোঁয়ান গ্রিজমান, কিলিয়ান এমবাপে, মার্কাস থুরাম।
জার্মান দল
গোলরক্ষক : বার্ন্ড লেনো, ম্যানুয়েল নয়্যার, কেভিন ট্র্যাপ। ডিফেন্ডার : ম্যাথিয়াস গিন্টার, রবিন গসেন্স, ক্রিশ্চিয়ান গুন্টার, মার্সেল হালস্টেনবার্গ, ম্যাট হামেলস, লুক ক্লস্টারম্যান, রবিন কচ, আন্টনিও রুদিগার, নিকোলাস সুলে। মিডফিল্ডার : এমরে চান, লিওন গোরেৎজকা, ইলকাই গুন্ডোয়ান, জনাস হফম্যান, জশুয়া কিমিখ, টনি ক্রুস, জামাল মুসিয়ালা, ফ্লোরিয়ান নেউহাউস। ফরোয়ার্ড : লেরয় সানে, কেভিন ভোলান্ড, টিমো ভের্নার, থমাস মুলার, সার্জ জিনাব্রি, কাই হ্যাভার্টজ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন