বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

ভ্রাম্যমান আদালতের হস্তক্ষেপে নেছারাবাদে স্কুল ছাত্রীর বিয়ে পন্ড

নেছারাবাদ (পিরোজপুর) সংবাদদাতা | প্রকাশের সময় : ২০ মে, ২০২১, ১০:৫০ এএম

নেছারাবাদে নবম শ্রেণী পড়ুয়া এক স্কুল ছাত্রীর বাল্য বিয়ে পন্ড করে দিয়েছে ভ্রাম্যমান আদালত। এসময় বাল্য বিয়ের অপরাধে কনে পুজা দাস (১৬) এর বাবাকে ১০ হাজার টাকা এবং বর সুজিত দাস(২৩) এর ভাই কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

নেছারাবাদ সহকারি কমিশনার(ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট বশির গাজী আদালত পরিচালনা করেন।

১৯ মে (বুধবার) রাত দশটার দিকে উপজেলার জলাবাড়ি বিয়ে বাড়িতে উপস্থিত হয়ে ম্যাজিষ্ট্রেট ওই অর্থদন্ড প্রদান করেন।

সূত্রে জানা গেছে, উপজেলার জলাবাড়ি গ্রামের পুনম দাসের মেয়ে পুজা দাসের সঙ্গে মোড়লগঞ্জ বাগেরহাটের সুজিত দাসের ছেলে সমির দাসের সাথে বাল্য বিয়ের আয়োজন চলছিল। পরে গোপন সূত্রে খবর পেয়ে রাত ১০টার দিকে ম্যাজিষ্ট্রেট পুলিশ নিয়ে বিয়ে বাড়ীতে উপস্থিত হন। প্রশাসন ঘটনাস্থলে পৌছানোর পূর্বেই বিয়ের কার্য সম্পাদন যায়। পরে বাল্যবিবাহ নিরোধ ২০১৭ আইনে কনের বাবাকে ১০ হাজার টাকা এবং বরের ভাইকে ১০হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়। একইসাথে, ছেলে মেয়ে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত উভয়কে একত্রিত করতে দেয়া হবেনা উভয় পক্ষের কাছ থেকে মুচলেকা নেয়া হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন