শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

দর্শকের ভালবাসায় আমার আজকের অবস্থান-রাশেদ সীমান্ত

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২১ মে, ২০২১, ১২:০৪ এএম

ঈদে প্রচারিত একক নাটকগুলোর মধ্যে রাশেদ সীমান্ত অভিনীত ‘হিল্লা বিয়ে’ নাটকটি ইউটিউব ট্রেন্ডিংয়ের শীর্ষে অবস্থান করছে। গত ১৯ মে সকালে আপলোড করা এ নাটকের ভিউয়ার্স সংখ্যা মিলিয়নের ঘর পেরিয়ে ১১ লাখের বেশি হয়েছে। টিপু আলম মিলনের গল্পে, সুবাতা রাহিক জারিফার চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন সরদার রোকন। রাশেদ সীমান্তর অভিনেতা হওয়ার গল্প খুব বেশি দিনের নয়। হাতেগোনা কয়েকটি নাটকে অভিনয় করেছেন মাত্র। প্রথম সারির অনেক অভিনেতাকে পিছনে ফেলে এখন শুধুই তার এগিয়ে চলা। ‘মধ্যরাতের সেবা’ নাটকের মাধ্যমে মিডিয়ায় তুমুল আলোচিত হন তিনি। এরপর আমার বাবা, বরিশাল টু ঢাকা, মানবতা এবং সর্বশেষ প্যারোলে মুক্তি নাটকের মাধ্যমে তিনি ব্যাপক দর্শকপ্রিয়তা পান। রাশেদ বলেন, মহান সৃষ্টিকর্তার প্রতি অশেষ কৃতজ্ঞতা তিনি আমার মতো একজন সামান্য মানুষকে এমন অবস্থান দিয়েছেন। কৃতজ্ঞতা বৈশাখী টিভির উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলন স্যারের প্রতি যিনি আমাকে অভিনেতা হিসেবে সুযোগ দিয়েছেন। আমাকে এ সুযোগ না দিলে রাশেদ সীমান্ত নামে অভিনেতার জন্ম কখনোই হতো না। কৃতজ্ঞতা অগনিত দর্শকের প্রতি যাদের ভালোবাসায় আমি আজকের রাশেদ সীমান্ত।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন