বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

ফিকরুকে ফেরত পাঠাল শেখ রাসেল

প্রকাশের সময় : ১৮ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ইথিওপিয়ান ফরোয়ার্ড ফিকরু টেফেরাকে তার নিজ দেশ ইথিওপিয়ায় ফেরত পাঠিয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্র। গত ফেব্রæয়ারিতে শেখ রাসেলের হয়ে ঢাকার মাঠে খেলতে এসেছিলেন ফিকরু। ইন্ডিয়ান সুপার লিগে (আইএসএল) অ্যাথলেটিকো ডি কলকাতার হয়ে শিরোপা জেতার পর ৩০ বছর বয়সী এই ফরোয়ার্ডকে নিয়ে ঢাকার ফুটবলভক্তদের প্রত্যাশা ছিল অনেক। তাদের আশা ছিল ফিকরুর খেলায় দেখা যাবে পাওয়ার ফুটবলের বাহার। কিন্তু তা আর হয়নি, কয়েকটি ম্যাচ খেলেই উচ্ছৃঙ্খল এক চরিত্র হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন তিনি। অবশেষে দেশে ফিরে যেতে বাধ্য হন। যদিও শেখ রাসেলের সঙ্গে তার চুক্তি শেষ। তারপরও বদনাম নিয়েই তাকে বাংলাদেশ ছাড়তে হলো। এ প্রসঙ্গে শেখ রাসেলের নতুন কোচ শফিকুল ইসলাম মানিক বলেন, ‘বারবার প্রতিশ্রæতি দিয়েও শৃঙ্খলা ভঙ্গ করেছে ফিকরু। এছাড়া নিয়মিত অনুশীলনে না আসাটা যেন তার জন্য নিয়ম হয়ে দাঁড়িয়েছিল। ক্লাব কর্মকর্তাদের নির্দেশও সে অনেক সময় মানত না। ফলে আর তাকে রাখা সম্ভব হয়নি। ফিকরুকে বিদায় করার ফলে এখন শেখ রাসেলের বিদেশী খেলোয়াড়ের সংখ্যা দু’জনে নেমে এসেছে। মৌসুমের শুরুতে চার বিদেশী ছিল আমার দলে।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন