শেরপুরের শ্রীবরদীতে বিজিবির অভিযানে প্রায় ২ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বিজিবি, কর্ণঝোড়া সীমান্ত ফাঁড়ির সদস্যরা শ্রীবরদী সীমান্তের লাউচাপড়া এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ৯০০টি ইয়াবা উদ্ধার করেন।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি, কর্ণঝোড়া সীমান্ত ফাঁড়ির নায়েক সিদ্দিকুর রহমানের নেতৃত্বে বিজিবি সদস্যরা বৃহস্পতিবার সন্ধ্যায় গারো পাহাড়ের লাউচাপড়া এলাকায় অভিযান চালান। এ সময় বিজিবি ওই স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় ১ হাজার ৯০০টি ইয়াবা বড়ি উদ্ধার করে। যার বর্তমান বাজার মূল্য ৫ লাখ ৭০ হাজার টাকা বলে বিজিবি জানিয়েছে।
বিজিবির কর্ণঝোড়া সীমান্ত ফাঁড়ির কমান্ডার মো. জাকির হোসেন আজ শুক্রবার সকালে ইয়াবা উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন