মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

কুমিল্লার মুরাদনগরে এক হাজার পিস ইয়াবাহসহ আটক মাদক সম্রাট ফখরুদ্দিন বাবু ও তার চার সহযোগি

দেবিদ্বার (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ মে, ২০২১, ৪:১০ পিএম

মাদক সম্্রাট ফখরুদ্দিন বাবুসহ তার ৪ সহযোগিকে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে কুমিল্লার কেন্দ্রিয় কারাগারে পাঠিয়েছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। শুক্রবার বিকেলে মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের আমিননগর এলাকা থেকে এক হাজার পিস ইয়াবাহসহ তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, ব্রাহ্মনবাড়ীয়া জেলার নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়নের শাহপুর গ্রামের আবুল কালাম আজাদ ওরফে ফরিদ মিয়ার ছেলে মাদক স¤্রাট ফখরুদ্দিন বাবু (২২), বাঙ্গরা বাজার থানাধীন ব্রাহ্মন চাপিতলা গ্রামের মৃত মোখলেছুর রহমানের ছেলে খবির হোসেন (৩৫), একই গ্রামের জহুর মিয়ার ছেলে ওয়ারিশ সরকার (৩২), শ্রীকাইল ইউনিয়নের শাহগদা গ্রামের মৃত শরিফুল ইসলামের ছেলে নিয়াজ মোহাম্মদ শরীফ ওরফে ফরহাদ (৪৫) ও মুরাদনগর উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের পৈয়াপাথর গ্রামের মৃত সুলতান মিয়ার ছেলে আনোয়ার হোসেন (২৬)। এরমধ্যে ফখরুদ্দিন বাবু মাদক স¤্রাট হিসেবে এলাকায় বেশ পরিচিতি রয়েছে। মাদক স¤্রাট ফখরুদ্দিন বাবু গ্রেফতার হওয়ায় এলাকায় স্বস্তি দেখা দিয়েছে। তাদের বিরুদ্ধে শুক্রবার সন্ধ্যায় বাঙ্গরা বাজার থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
জেলা গোয়েন্দা শখার ওসি আনোয়ারুল আজিম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এক হাজার পিস ইয়াবাহসহ মাদক সম্্রাট ফখরুদ্দিন বাবু ও তাঁর চার সহযোগিকে সাড়াশি অভিযান চালিয়ে আটক করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন