শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

মহানগর

রাজধানীতে প্রকাশ্যে কুপিয়ে হত্যার আরেক আসামি বন্দুকযুদ্ধে নিহত

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৩ মে, ২০২১, ৯:০৪ এএম | আপডেট : ৯:৫৮ এএম, ২৩ মে, ২০২১

রাজধানীর মিরপুরের পল্লবীতে সাহিনুদ্দীন নামে এক ব্যক্তিকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলার অন্যতম আসামি মানিক বন্দুকযুদ্ধে নিহত হওয়ার দু’দিনের মাথায় বন্দুকযুদ্ধে নিহত হয়েছে এ মামলার আরও এক আসামি আসামি মানিক।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. সাইফুল ইসলাম জানান, শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে পল্লবী ১২ নম্বর সেক্টরে সাগুপ্তা হাউজিংয়ের সামনে সাহিনুদ্দিন হত্যা মামলার এজাহারনামীয় আসামি মনিরের সঙ্গে ডিবির মিরপুর বিভাগের একটি জোনাল টিমের বন্দুকযুদ্ধ সংঘটিত হয়। বন্দুকযুদ্ধে গুরুতর আহত হন মনির। পরে তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়া হলে সেখানে তাকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পল্লবী থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক বুলবুল জানান বন্দুকযুদ্ধের বিষয়ে বিস্তারিত আরও পরে জানানো হবে। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে আমাদের একটি টিম এখন অবস্থান করছে। নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করছে।

উপ-পরিদর্শক বুলবুল আরও বলেন, নিহত মনির পল্লবীর চাঞ্চল্যকর সাহিনুদ্দীনকে হত্যা মামলার আসামি। হত্যাকাণ্ডে সে সরাসরি জড়িত ছিল।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (7)
Amir Hasan ২৩ মে, ২০২১, ১০:৫৪ এএম says : 0
সাধুবাদ জানাই।। তবে বন্দুক যুদ্ধ ই এটার সমাধান না। বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে ১/২ মাসের ভিতর জনসম্মুখে রায় কার্যকর করা সমুচিত মনে করি। এতে মানুষের আইনের প্রতি বিশ্বাস ও কিছুটা হলেও অপরাধ কমবে বলে মনে করি।।
Total Reply(0)
Ahasan Ullah ২৩ মে, ২০২১, ১০:৫৪ এএম says : 0
এখন যার নির্দেশে এরা হত্যা কান্ড ঘটিয়েছে তাকেও এদের কাছে পাঠিয়ে দেওয়া হোক।
Total Reply(0)
মোঃ এমরান হোসেন সোহাগ ২৩ মে, ২০২১, ১০:৫৪ এএম says : 0
সমাজ- দেশ -যুব সমাজ ধ্বংসকারী, নির্দেশদাতা তাকেও দেখতে চাই এইরকম নিউজে।
Total Reply(0)
Yashir Arafat Rana ২৩ মে, ২০২১, ১০:৫৫ এএম says : 0
প্রকাশ্য দিবালোকে যারা এই ধরনের হত্যাকাণ্ড ঘটায়, তারা এবং তাদের দোসরদের বন্দুক যুদ্ধে হত্যার পক্ষে আমি একজন সাধারণ নাগরিক হিসেবে।
Total Reply(0)
Aston Rohis ২৩ মে, ২০২১, ১০:৫৫ এএম says : 0
ভালো কাজ তবে রাঘব বোয়াল যেন বিচারের আওতায় থাকে সেটা আশা করি
Total Reply(0)
Wilfred Quiah ২৩ মে, ২০২১, ১০:৫৫ এএম says : 0
Good job done. Please keep on doing till the crime is vanished from Bangladesh.
Total Reply(0)
Rafiqul Islam ২৩ মে, ২০২১, ১০:৫৬ এএম says : 0
মূল হোতাদের আড়াল করতেই পরিকল্পিত ভাবে হত্যা করা হচ্ছে আসামিদের!
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন