বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

নালিতাবাড়ীতে নদীতে ডুবে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

শেরপুর জেলা সংবাদাতা | প্রকাশের সময় : ২৩ মে, ২০২১, ৫:৫৮ পিএম | আপডেট : ৭:০০ পিএম, ২৩ মে, ২০২১

শেরপুরের নালিতাবাড়ীতে ভোগাই নদীতে ডুবে ইফতি নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। রবিবার (২৩ মে) বেলা আড়াইটার দিকে শহরের ছিটপাড়া নদীর পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এলাকাবাসী জানান, শহরের ছিটপাড়া মহল্লার এ্যাডভোকেট ইয়াসমিন এর এসএসসি পড়ুয়া ছেলে ইফতি (১৬) তারবন্ধু একই এলাকার নূর ইসলামের ছেলে রনি (১৬) ও লঙ্করের ছেলেরানা (১৬) তিন বন্ধু মিলে দুপুরে শহরের সার্জেন্ট আহাদ প্রাঙ্গন ঘাটে ভোগাই নদীতে গোসল করতে নামে। পরে তিন বন্ধু মিলে সাঁতার কাটতে কাটতে নদীর প্রায় আধাকিলোমিটার ভাটিতে ছিটপাড়া নদীর পাড় এলাকায় যায়। দীর্ঘ সময় সাঁতার কাটতে গিয়ে তিনজনই শারিরিকভাবে দূর্বল হয়ে পড়লে রানা ও রনি কোনমতে নিজেদের আত্মরক্ষা করে পানিতে ভাসিয়ে রাখে। অন্যদিকে ইফতি নদীতে থাকা চোরা গর্তে পড়ে গেলে দূর্বল শরীর নিয়ে সে ডুবে যায়। এসময় রানা ও রনি নদীর তীরে আশপাশে থাকা লোকেদের বলতে থাকলে স্থানীয়রা দলবেঁধে ইফতির সন্ধানে নামে। একপর্যায়ে ইফতির নিথর দেহ পানির নিচ থেকে তোলে শহরের ডিজিটাল ডায়াগোনস্টিক সেন্টারে নিয়ে যায়। সেখানে নেওয়ার পর পরীক্ষা-নিরীক্ষা করে ইফতিকে মৃত ঘোষনা করেন চিকিৎসক।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন