বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

ফিলিস্তিনের স্বাধীনতা ফিরিয়ে দেয়ার দাবিতে মানববন্ধন

নাজিরপুর (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ মে, ২০২১, ১২:০১ এএম

পিরোজপুরের নাজিরপুরে আল-আকসা মসজিদে হামলা ও ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের নৃশংস গণহত্যার প্রতিবাদে ও স্থায়ী স্বাধীনতা ফিরিয়ে দেয়ার দাবিতে তাওহিদী জনতার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল ১১টায় নাজিরপুর উপজেলা সদরের পুরাতন পূবালী ব্যাংকের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

এ সময় চৌঠাইমহল মাদরাসার শিক্ষক কালিমুল্লাহ ইউসুফের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, মাওলানা আব্দুল হামিদ, মাহামুদ খান শিমুল প্রমুখ। এসময় বক্তারা বলেন, ইসরায়েল দীর্ঘ ১০০ বছর ধরে নৃশংস হত্যা, নির্যাতন ও লুটপাট চালিয়ে যাচ্ছে। ইসরায়েলী বর্বরতায় নারী শিশুসহ বহু নিরাপরাধ মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। সম্প্রতি বিমান হামলা চালিয়ে ২৬৫ জন মানুষ হত্যা করেছে।
এদের মধ্যে ৬৫ জন শিশু ছিল। এছাড়া আল আকসা মসজিদে নামাজরত মুসল্লিদের ওপর হামলা চালিয়ে মানবাধিকার লঙ্ঘন করেছে। যুগ যুগ ধরে চলমান ফিলিস্তিন সঙ্কটের স্থায়ী সমাধান চেয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহবান জানিয়ে বক্তারা সীমানা অনুযায়ী স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে তাদের জনগণের আত্মনিয়ন্ত্রণ অধিকার রক্ষার প্রতি সমর্থন জানান। এছাড়া যুদ্ধ বিরতী নয় ফিলিস্তিনিদের স্থায়ী স্বাধীনতা ফিরিয়ে দেয়ার আহবান জানান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন