বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

কোটালীপাড়ায় বর্ষাপাড়া গ্রামে ফের ভাংচুর লুটপাটের ঘটনা

কোটালীপাড়া ( গোপালগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৩ মে, ২০২১, ৯:০২ পিএম

গোপালগঞ্জের কোটালীপাড়ায় বর্ষাপাড়া গ্রামে ফের ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।

গতকাল শনিবার রাতে উপজেলার হিরন ইউনিয়নের বর্ষাপাড়া গ্রামে ৬ টি ঘরে হামলা চালিয়ে ব্যপক ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্হল পৌছালে হামলাকারীরা সটকে পরে। সরেজমিনে গেলে বর্ষাপাড়া গ্রামের

শিক্ষক সেকেন্দার মোল্লার পরিবার জানায় সন্ধ্যার পরে একদল সন্ত্রাসী এসে অতর্কিত ভাবে ঘরের উপর হামলা চালিয়ে জানালা দরজা কুপিয়ে আতংক সৃস্টি করে ঘরের মধ্যে প্রবেশ করে আলমারী ফ্রীজ টেলিভিশন ভেঙ্গে গুরিয়ে দিয়ে আলমারীতে থাকা নগদ ৭ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি ও দশ ভরি স্বর্ন অলংকার নিয়ে যায়।

আব্দুল ওহাব সিকদারের স্ত্রী রাজিয়া বেগম জানান

সন্ধ্যার দিকে বাচ্চু বিশ্বাস,সরাফাত মোল্লা,এজাজ মোল্লা,মনছুর মোল্লা হামলা চালিয়ো ঘর বাড়ি কুপিয়ে ঘরের মধ্যে প্রবেশ করে ব্যপক ভাংচুর চালায় এবং আলমারীতে থাকা আট আনা ওজনের স্বর্নের চেইন,কানের দুল,ঘর মেরামত করার জন্য ৫০ হাজার টাকা নিয়ে পালিয়ে যাওয়ার চেস্টা করলে হাবি মোল্লা আমার হাত থেকে এক হাজার টাকার ৫০ টি নোট কেরে নেয়

জাহাঙ্গীর মোল্লার স্ত্রী তাসলিমা বেগম জানান ঘর ভাংচুর করে হাবি মোল্লা,সরাফাত মোল্লা,জামসের বিশ্বাস,বাচ্চু বিশ্বাস,পারভেজ বিশ্বাস সাওন বিশ্বাস,জামাল বিশ্বাস,রাসেল বিশ্বাস, ঘরে প্রবেশ করে নগদ টাকা ৩০ হাজার স্বর্নের চেইন ও কানের দুল নিয়ে যায়।

সহিদুল মোল্লার স্ত্রী নাসরিন বেগম বলেন ২০ জন লোক এসে ঘরের জানালা দরজা কুপিয়ে সেখান থেকে পাশের ঘর মিজানুর মোল্লার ঘরে ভাংচুর করে নগদ ৫ লক্ষ টাকা ও আলমারী ভেঙ্গে স্বর্ন ৫ ভরি ওজনের অলংকার নিয়ে যায় এবং কুদ্দুস মোল্লার ফাকা ঘরে হামলা চালিয়ে ব্যপক ভাংচুর করে

সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ের সভাপতি মামুন শিকদারের পাকা ভবনের জানালা দরজা ভাংচুর, জাকির শিকদারের ঘর কুপিয়ে পাকা ভবনের জানালা দরজা ভংচুর করে। এছাড়াও

কেরামত আলী সিকদােরের ঘর ভাংচুর করে লুটপাট করেছে বদিউজ্জামান বিশ্বাস ও কালা বিশ্বাস বলে ক্ষতিগ্রস্থ পরিবার গুলো জানায়।

এর আগে গত শুক্রবার রাতে একই গ্রামের আসাদুল শিকদারের উপর হামলা হয়। এতে আসাদুল শিকদার প্রতিপক্ষকে দায়ী করেন এবং তার ভাই রেয়াজুল শিকদার বাদী হয়ে কোটালীপাড়া থানায় একটি অভিযোগ করেন। অভিযোগের বিষয়টি এলাকাবাসী জানতে পেরে প্রতিপক্ষের লোকজন বাড়ি ছেড়ে গা ঢাকা দিলে এই সুযোগে অভিযোগকারীরা তাদের বাড়ি ঘরে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটোয়। এঘটনায় আজ রবিবার সন্ধ্যয় লুটপাটের স্বীকার ভুক্তভোগী ইব্রাহিম মোল্লা বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আমিনুল ইসলাম জানান তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন