বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

কুষ্টিয়ায় ২৪ ঘন্টায় নতুন করে করোনা রোগী শনাক্ত ১৭জন

কুষ্টিয়া থেকে স্টাফ রির্পোটার | প্রকাশের সময় : ২৪ মে, ২০২১, ২:০৪ পিএম

কুষ্টিয়ার মেডিকেল কলেজের প্রদত্ত তথ্য মতে, পিসিআর ল্যাবে ২৩ মে মোট ২৮২ টি (কুষ্টিয়া জেলার ১৪৯টি, ঝিনাইদহ জেলার ৬৯টি, মেহেরপুর জেলার ২৪টি, চুয়াডাঙ্গা জেলার ৩১টি, ঝিনাইদহ জেলার ৬৯টিএবং বিদেশ গমন ইচ্ছুক ব্যক্তিদের ০৯ টি) স্যাম্পলের টেষ্ট করা হয়েছে এবং সিভিল সার্জন অফিস, কুষ্টিয়া এর তথ্য মতে কুষ্টিয়া জেলায় ১০ টি কোভিড-১৯ র‍্যাপিড এন্টিজেন টেস্ট করা হয়েছে। এর মধ্যে কুষ্টিয়া জেলার মোট ১৭ টি, চুয়াডাঙ্গা জেলার ০৩টি, ঝিনাইদহ জেলার ০৩টি এবং মেহেরপুর জেলার ০১টি স্যাম্পলের ফলাফল পজিটিভ এসেছে এবং বাকি সবগুলো স্যাম্পলের ফলাফল নেগেটিভ এসেছে।

কুষ্টিয়া জেলায় কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত মোট ১৭ জন ব্যক্তির মধ্যে ১৩ জন সদর উপজেলার এবং ০৪ জন কুমারখালী উপজেলার।

এখন পর্যন্ত কুষ্টিয়ায় করোনা পজিটিভ রোগীর সংখ্যা মোট ৪৮০৫ জন, এর মধ্যে সুস্থ হয়েছেন মোট ৪৫৭৫ জন এবং মৃত্যবরণ করেছেন ১০৯ জন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন