শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

পৌনে ১৭ কোটি মানুষ আক্রান্ত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ মে, ২০২১, ১২:০২ এএম

বিশ্বে প্রতিদিন করোনায় মারা যাচ্ছেন হাজার হাজার লোক। করোনা শনাক্ত হচ্ছে লাখ লাখ মানুষের। সারাবিশ্বে এখন পর্যন্ত পৌনে ১৭ কোটি মানুষের করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন ৩৪ লাখ ৭৮ হাজারের বেশি মানুষ। আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্য মতে, সোমবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ১৬ কোটি ৭৫ লাখ ১৮ হাজার ২১৩ জন। এক দিনে করোনা শনাক্ত হয়েছে ৪ লাখ ৭৮ হাজার ৪ জনের। এর আগের দিন করোনা শনাক্ত হয় ৫ লাখ ৭১ হাজার ৯৩০ জনের। বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৪ লাখ ৭৮ হাজার ২৪০ জন। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৯ হাজার ৮৬৫ জন। এর আগের দিন করোনায় মারা যান ১০ হাজার ৮৫৩ জন। সারাবিশ্বে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ১৪ কোটি ৮৫ লাখ ৩১ হাজার ১৪৪ জন। করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৩৮ লাখ ৯৬ হাজার ৬৬০ জন করোনায় আক্রান্ত এবং ৬ লাখ ৪ হাজার ৮৭ জন মারা গেছেন। ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে। দেশটিতে মোট ১ কোটি ৬০ লাখ ৮৩ হাজার ৫৭৩ জনের করোনা শনাক্ত হয়েছে। আর মারা গেছন ৪ লাখ ৪৯ হাজার ১৮৫ জন। করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় ও মৃত্যুর দিক দিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে এখন পর্যন্ত মোট ২ কোটি ৬৭ লাখ ৫১ হাজার ৬৮১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আর মারা গেছেন ৩ লাখ ৩ হাজার ৭৫১ জন। রয়টার্স, সিএনএন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন