বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

মেট্রো ট্রেন দুর্ঘটনায় মালয়েশিয়ায় আহত ২০০

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৫ মে, ২০২১, ৯:৫৬ এএম | আপডেট : ১০:৩৪ এএম, ২৫ মে, ২০২১

২১৩ জন যাত্রীর মধ্যে ৪৭ জনের অবস্থা গুরুতর আহত হয়েছেন । বাকি ১৬৬ জন সামান্য চোট পেয়েছেন।

জানা যায়, মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে এক ট্রেন দুর্ঘটনায় ২০০ জনের বেশি লোক আহত হয়েছেন। ২১৩ জন যাত্রী নিয়ে এক মেট্রো ট্রেন পেট্রোনাস টাওয়ারের কাছাকাছি এক টানেলে খালি এক ট্রেনের মুখোমুখি হয়। পুলিশ জানিয়েছে এই দুর্ঘটনা ঘটে স্থানীয় সময় রাত ৮.৪৫ মিনিটে।

খালি ট্রেনটি মাত্র মেরামত করা হয়েছিল। একই ট্র্যাকে বিপরীত দিক থেকে আসা যাত্রী বোঝাই ট্রেনটির সামনে পড়ে তা।

জেলা পুলিশের প্রধান মোহাম্মদ জয়নুল আব্দুল্লাহ প্রতিবেদকদের জানান, ‘আমরা এখনো এই দুর্ঘটনার তদন্ত করছি। তবে এই ভুল বোঝাবুঝির ফলে দুর্ঘটনায় সম্ভবত ট্রেনের অপারেশন কন্ট্রোল সেন্টার দায়ী, এমনটাই সন্দেহ করছি আমরা।’


এই দুর্ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট হওয়া কিছু ছবিতে দেখা যায়, দুর্ঘটনার পর যাত্রীরা রক্তাক্ত অবস্থায় ট্রেনের বগির ফ্লোরে শুয়ে আছে, ঢেকে গেছে ভাঙা গ্লাসে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন