শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

কলকাতার ‘জবা বৌদি’কে বিয়ে করলেন নোবেল!

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৫ মে, ২০২১, ১০:০০ এএম

কাউকে না জানিয়ে ওপার বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘কে আপন কে পর’ এর ‘জবা বৌদি’ কে বিয়ে করে ফেললেন দেশের বিতর্কিত গায়ক ‘সা রে গা মা পা’ খ্যাত নোবেলম্যান। সম্প্রতি তেমনই একটি ছবি ভাইরাল হয়েছে নেটমাধ্যমে। তারা কী সত্যিই বিয়ে করেছেন? এমন প্রশ্নই ঘুরপাক খাচ্ছে নেটাগরিকদের মনে।

আসল ঘটনা হলো আধুনিক প্রযুক্তির মাধ্যমে সংগীতশিল্পী নোবেলের এক বছর আগের একটি ছবি কাটাছেঁড়া করে একজন নেটাগরিক এক অকল্পনীয় ঘটনা ঘটিয়ে বসেছেন।

গত বছর ৩ ফেব্রুয়ারি নোবেলম্যান তার বোনের সাথে একটি ছবি ইনস্টাগ্রামে দেন। ছবিতে দেখা যায় নোবেল ও তার বোন দু’জনে একটিই ফুলের মালা গলায় দিয়ে আছেন। প্রযুক্তি ব্যবহার করে সেই ছবিতে নোবেলের বোনের মুখে ‘কে আপন কে পর’ ধারাবাহিকের অভিনেত্রী পল্লবীর মুখ বসিয়ে দিলেন সেই নেটাগরিক। তার পর সেই ছবি নেটমাধ্যমে দিয়ে লিখলেন, ‘কাউকে না জানিয়ে জবা বৌদি বিয়েটা করেই ফেলল’।

মন্তব্য বিভাগে এক জন উপহাস করে লিখেছেন, ‘আহারে শেষ পর্যন্ত মানসিক রুগী সামলানোর দায়িত্ব নিয়েছেন আমাদের প্রিয় ‘জবা বৌদি’। আবার কেউ লেখেন, ‘বিগত ১০ বছর ধরে স্টার জলসায় যা যা কীর্তি দেখিয়েছেন, আরো আগেই ওনার নোবেল পাওয়া উচিত ছিল’। কেউ কেউ তাদের বিয়ে নিয়ে সত্যিই উৎসাহী, কেউ আবার হেসে উড়িয়ে দিয়েছেন।

উল্লেখ্য, যে ছবি থেকে বোনের মুখ কেটে অন্য ছবি তৈরি হলো, সেই ছবি নিয়ে আগেই নেটমাধ্যমে কটূক্তির শিকার হয়েছিলেন নোবেল। মেয়েটিকে নিজের বোন হিসেবে পরিচয় দেয়ার পরেও তুমুল সমালোচনার মুখে পড়েন তিনি। পাশাপাশি জবা চরিত্রটিতে অভিনয়ের জন্য ‘পল্লবী শর্মা’-কে আগেও বহু বার কটাক্ষ করা হয়েছে নেটপাড়ায়। কখনো ধারাবাহিকে কাঁচি দিয়ে বোমের তার কাটার জন্য আবার কখনো আগুনের ওপর দিয়ে হেঁটে আগুন নেভানোর জন্য। এ বারে দু’জনে এক ছবিতে বন্দি হয়ে কটাক্ষের শিকার হলেন। সূত্র : আনন্দবাজার

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (7)
হুমায়ূন কবির ২৫ মে, ২০২১, ১০:৫১ এএম says : 0
নোবেলকে নিয়ে নিউজ না করলে হয় না ?
Total Reply(0)
নাজিম ২৫ মে, ২০২১, ১০:৫২ এএম says : 0
দেশে কি নিিউজের খুব অভাব পরছে ?
Total Reply(0)
সোলায়মান ২৫ মে, ২০২১, ১১:০৮ এএম says : 0
আনন্দবাজারের এই ধরনের নিউজ আমাদের দেশের পত্রিকায় না করাটাই ভালো
Total Reply(0)
সাইফুল ইসলাম ২৫ মে, ২০২১, ১১:০৯ এএম says : 0
বিয়ে করলেও খারাপ হতো না
Total Reply(0)
Amitava Roychowdhury ২৫ মে, ২০২১, ১১:১০ এএম says : 0
একমাত্র নোবেলের মতো .........র জন্য জবার মতো পাগলীর উপযুক্ত সঙ্গী হতো! সঠিক জুটি!
Total Reply(0)
শারমিন জাহান ২৫ মে, ২০২১, ১১:১২ এএম says : 0
টেকনোলজির বাজে ব্যাবহার। বিষয়টি প্রশংসনীয় নয়।
Total Reply(0)
Farhana Sultana ২৫ মে, ২০২১, ১১:১৩ এএম says : 0
ঘটনা সত্যি হলে অনেক খুশি হতাম ৷ এই আবরজনাটা ইদানীং বড্ড জালাচ্ছে সবাইকে
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন