বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

মোল্লাহাটে বাড়িঘর ভাঙচুর-লুটপাট

প্রতিবাদে সংবাদ সম্মেলন

বাগেরহাট জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ মে, ২০২১, ১২:০২ এএম

মোল্লাহাটের হাড়িদাহ গ্রামের শতাধিক পরিবারের পুরুষরা পালিয়ে বেড়াচ্ছে। পুরুষদের পাশাপাশি জীবন ও সম্মান বাঁচাতে নারী ও শিশুরাও একধরণের পলাতক জীবনযাপন করছেন। আর এই সুযোগে প্রতিপক্ষরা তাদের বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করেই চলেছে। গতকাল দুপুরে মোল্লাহাট প্রেসক্লাবে ভুক্তভোগী পরিবারগুলোর পক্ষে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন হাড়িদাহ গ্রামের শফিকুল মোল্লার স্ত্রী সুফিয়া বেগম। লিখিত বক্তব্যে তিনি উল্লেখ করেন, মোল্লাহাট উপজেলার হাড়িদাহ গ্রামে দুই মোল্লা গ্রুপের মধ্যে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছিল। এ বিষয়ে একাধিকবার শালিশ বৈঠকও হয়েছে। গত ঈদুল ফিতরের আগের রাতে হাড়িদহ গ্রামের অসুস্থ ইউসুফ শেখকে (৭৫) গলাকেটে হত্যা করে দুর্বৃত্তরা। এই ঘটনায় প্রতিপক্ষকে ফাঁসাতে রশিদুজ্জামানসহ ৭২ জনের নাম ও অজ্ঞাত আরো ৭/৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়। আর মামলার পর গ্রামের পুরুষরা গাঢাকা দিলে প্রতিপক্ষরা তাদের হামলা ও লুটপাট চালায়। এই মামলায় ৮ জন হাজতে রয়েছে। সুফিয়া বেগম দাবি করেন, প্রতিপক্ষকে ফাঁসাতে অসুস্থ ইউসুফ শেখকে হত্যা করে স্থানীয় রাসেদুজ্জামান ও তার পক্ষের সাধারণ মানুষদের নামে মিথ্যা মামলা করে। আর এই মামলার পর তাদের নানাভাবে হয়রানি করা হচ্ছে। সঠিক তদন্তের মাধ্যমে বৃদ্ধ ইউসুফ শেখকে যারা হত্যা করেছে তাদের চিহ্নিত করে বিচার দাবি করেন। একই মিথ্যা মামলায় হয়রানি বন্ধ করে এলাকায় শান্তি ফিরিয়ে আনতে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন। সংবাদ সম্মেলনে, হাড়িদাহ গ্রামের গৃহবধু নীগার সুলতানা, রেখা বেগম, হালিমা বেগম, শরিফা বেগম, সুরতী বেগমসহ ক্ষতিগ্রস্থ পরিবারের কয়েকজন নারী উপস্থিত ছিলেন। মোল্লাহাট থানার ওসি কাজী গোলাম কবীর জানান, মামলা তদন্তনাধিন ও পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন