বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে শিক্ষক গ্রেফতার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ মে, ২০২১, ১২:০১ এএম

কোভিড পরিস্থিতিতে অনলাইনেই চলছে শিক্ষা কার্যক্রম। আর সেখানেই শিক্ষকের যৌন হয়রানির শিকার হওয়ার অভিযোগ করেছেন শত শত ছাত্রী। এরপর মঙ্গলবার ৫৯ বছর বয়সী ওই শিক্ষককে গ্রেফতার করে আদালতের মাধ্যমে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। স্কুল থেকেও বরখাস্ত হয়েছেন অভিযুক্ত শিক্ষককে। ঘটনাটি ঘটেছে ভারতের চেন্নাইয়ে। জানা গেছে, চেন্নাইয়ের অন্যতম শীর্ষস্থানীয় বিদ্যালয় শেশাদ্রি বালা বিদ্যা ভবন স্কুলের বাণিজ্য শাখার শিক্ষক ছিলেন তিনি। ওই স্কুলের এক শিক্ষার্থী এই প্রসঙ্গে মুখ খুলেন। তারপরই সেই অভিযোগটি ভাইরাল হয়ে যায়। একের পর এক ছাত্রী সেই শিক্ষকের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেন। এরপর সেই স্কুলের এক হাজার শিক্ষার্থী স্কুল কর্তৃপক্ষকে সেই শিক্ষকের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আর্জি জানান। ওই শিক্ষকের বিরুদ্ধে পকসো আইনে মামলা করেছে পুলিশ। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের কাছে বিষয়টি নিশ্চিত করেছেন চেন্নাইয়ের পুলিশ কমিশনার শঙ্কর জয়সওয়াল। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে পকসো আইনের ১১ এবং ১২ নম্বর ধারায় মামলা রুজু করা হয়েছে। তাছাড়া ভারতীয় দন্ডবিধির ৩৫৪(এ) এবং ৫০৯ ধারায় মামলা রুজু হয়েছে তার বিরুদ্ধে। হিন্দুস্তান টাইমস।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন