শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

শামসুদ্দিন চৌধুরী বিচার বিভাগের মর্যাদা ক্ষুণœ করেছেন-অ্যাটর্নি জেনারেল

প্রকাশের সময় : ৯ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিকের বক্তব্য বিচার বিভাগের মর্যাদা ক্ষুণœ করেছে। আদালত অঙ্গনে একজন বিচারপতির সংবাদ সম্মেলন নজিরবিহীন। বিশ্বে এ ধরনের কোনো নজির নেই। তিনি (বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরীর) এ ধরনের কাজ থেকে বিরত থাকবেন বলে আশা করি। গতকাল নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
রোববার বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক সুপ্রিম কোর্টে এক সংবাদ সম্মেলনে জানান, তার রায় জমা নেওয়া হচ্ছে না। তিনি যেসব রায় ও আদেশ লেখা শেষ করেছেন, সেগুলো জমা দিতে গিয়ে ব্যর্থ হয়েছেন। তিনি সেগুলো গ্রহণের জন্য প্রধান বিচারপতির কাছে চিঠি পাঠিয়েছেন।
এরপরই সুপ্রিম কোর্টের পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে বিচার চলাকালে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বিচারপতি শামসুদ্দিন চৌধুরীর সংবাদ সম্মেলন করাকে ‘নজিরবিহীন’ বলে উল্লেখ করা হয়। সর্বোচ্চ আদালতের পক্ষ থেকে বলা হয়েছে, ‘প্রধান বিচারপতি আশা করেন, বর্তমান ও ভবিষ্যতে বিচারপতিরা কোর্টের পবিত্রতা ও মর্যাদা বজায় রাখতে এ ধরনের কাজ থেকে বিরত থাকবেন।’
একইভাবে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন সাংবাদিকদের বলেন, ‘বিচারপতি শামসুদ্দিন চৌধুরীর আচরণ বিচারকসুলভ নয়। তিনি বিচার অঙ্গনকে বিতর্কিত করে চলেছেন। এশিয়া মহাদেশের মধ্যে একজন বিচারপতি আদালত অঙ্গনে সংবাদ সম্মেলনের কোনো নজির নেই। তিনি একদিকে রাজনৈতিক মিছিল সমাবেশ করছেন, টকশো করছেন, আবার রায় লিখলেন যা অত্যন্ত ন্যক্কারজনক। আশা করি, প্রধান বিচারপতি তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন