বধিরতা বা কানে কম শোনা বা না শোনা। বধিরতা সাধারণত এক কানে বা দুই কানেই হতে পারে। যে কোন বয়সে এমনকি জন্মগতও হতে পারে। বিভিন্ন রোগের কারণে কানে বধিরতা হতে পারে।
নিম্নে কারণ সমূহ উল্লেখ করা হলো :
১. বংশগত কারণে
২. জন্মগত কারণে
৩. ওয়াক্স বা কানে ময়লা জমা হলে
৪. কানে বহিরাগত কোন কিছু ঢুকে গেলে
৫. ইস্টেশিয়ান টিউব বন্ধ হয়ে যাওয়ার ফলে
৬. শিশুদের বেলায় এডেনয়েড বড় হলে
৭. টিমপেনিক মেমব্রেনের আঘাত লাগলে বা ফেটে গেলে
৮. ভাইরাসের কারণে (মাম্স, পক্স্, ইনফ্লুয়েঞ্জা)
৯. মাথায় বড় কোন আঘাত পেলে
১০.কোলাহল বা তীব্র শব্দযুক্ত জায়গায় বসবাস
১১.কানের ভিতরে রক্তনালীতে রক্ত জমাট বাধলে
১২.মধ্যকর্ণের প্রদাহ বা ইনফেকশন
১৩.বার্ধক্যজনিত কারণে
১৪.কিছু কিছু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার ফলে
১৫.বিকট শব্দে বোমা বিষ্ফোরণ
১৬.অন্যান্য কারণেও হতে পারে।
নাক, কান, গলা বিশেষজ্ঞ সার্জন
অধ্যাপক ও বিভাগীয় প্রধান, ইএনটি
আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজ হাসপাতাল, রোড ৮, ধানমন্ডি, ঢাকা ১২০৫।
ফোনঃ ০১৯১৯ ২২২ ১৮২
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন