মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

ইডেন কলেজের সাবেক অধ্যাপিকা হাসনা হেনা ইসলামের ইন্তেকাল

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ মে, ২০২১, ১২:০২ এএম

বিশিষ্ট ডা. আজিমুল ইসলামের মা ইডেন মহিলা কলেজের সাবেক অধ্যাপিকা হাসনা হেনা ইসলাম ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন। তিনি আমেরিকার টেক্সাসের ডালাসে বুধবার দিবাগত রাতে বার্ধক্যজনিত করণে মৃত্যুবরন করেন। তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। মৃত্যুকালে তিনি স্বামী ও পাঁচ ছেলে, বেশ কয়েকজন নাতি নাতনি এবং অনেক গুনগ্রাহী রেখে গেছেন। আমেরিকায় তার তিন ছেলে বসবাস করেন। তিন জনই বুয়েট থেকে পাশকরা ইঞ্জিনিয়ার। তারা হলেন, ইঞ্জিনিয়ার একরামুল ইসলাম, এমদাদুল ইসলাম এবং এরতাজুল ইসলাম। অন্য দুই ছেলে ডাক্তার। একজন বাংলাদেশ মেডিকেলের মেডিসিন বিশেষজ্ঞ ডা. আজিমুল ইসলাম। অন্য জন ডা. এনামুল ইসলাম আছেন ওমানে।
অধ্যাপিকা হাসনা হেনা ইসলাম চাকরি জীবনের শুরুতে জগন্নাথ কলেজে (জগন্নাথ বিশ্ববিদ্যালয়) ইসলামের ইতিহাসের শিক্ষক হিসাবে যোগদান করেন। এরপর পর্যায় ক্রমে ঢাকা কলেজ এবং ইডেন কলেজে অত্যন্ত সুনামের সাথে অধ্যাপনা করেছেন। নড়াইল জেলায় জন্ম নেওয়া অধ্যাপক হাসনা হেনার স্বামী ড. আমিরুল ইসলাম বাংলাদেশ সায়েন্স ল্যাব্রেটরির (বিসিএসআইআর) পরিচালক ও চেয়ারম্যান ছিলেন। ড. আমিরুল ইসলাম বর্তমানে অসুস্থ। তিনিও আমেরিকায় ছেলেদের কাছে আছেন। অসুস্থ হওয়ার গত এক বছর যাবত তারা দেশে আসার জন্য অস্থির ছিলেন। ছেলেদের বলতেন আমাদের মৃত্যু যেন দেশের মাটিতে হয়। কিন্তু সেটা আর হলোনা। করোনামহামারির কারণে অধ্যাপিকা হাসনা হেনার আর দেশে ফেরা হলোনা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন