শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

ঈশ্বরদীতে কাপড় ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু

ঈশ্বরদী (পাবনা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ মে, ২০২১, ২:৫৩ পিএম

গতকাল ২৮ মে'২১ রাত আনুমানিক সাড়ে ১১টায় ঈশ্বরদী শহরের মহাতাব কলনীর রূপনগরের গলিতে শাকিল (৩০) নামে এক কাপড় ব্যবসায়ীর রহস্যজনক ভাবে মৃত্যু ঘটেছে। সে ঈশ্বরদী উপজেলার মুলাডুলি ইউনিয়নের প্রতিরাজপুর দুবলিয়া গ্রামের ইব্রাহিম হোসেনের ছেলে এবং ঈশ্বরদী বাজারের শাকিল ক্লোথ ষ্টোরের স্বত্তাধিকারী। নিহত শাকিলের পারিবারিক সূত্রে জানা গেছে, ঈশ্বরদী বাজারে কাপড় ব্যবসায়ী শাকিল গ্রামের বাড়ি থেকে ব্যবসা প্রতিষ্ঠানে আসা যাওয়ার ক্ষেত্রে অসুবিধা বোধ করায় উল্লেখিত এলাকার একটি বাড়িতে ঘর ভাড়া নিয়ে স্ত্রী মিম সহ বসবাস শুরু করে। মাত্র দেড় সপ্তাহ আগে তারা এই বাড়িতে ভাড়াটে হিসেবে উঠেছে। গতকাল শুক্রবার ঈশ্বরদী বাজারের সকল দোকান পাট বন্ধ থাকার সুবাদে শাকিল বিভিন্ন এলাকায় বেড়িয়ে সন্ধ্যার পর বাসায় ঢোকে। রাত ১১টার দিকে শাকিলের স্ত্রী ফোন করে শাকিলের এক আত্মীয়কে জানায় যে, শাকিল কথা বলছে না। তখন তার এক আত্মীয় শাকিলের বাসার আসপাশে অবস্থিত নিকট জনদের ফোন করে শাকিলের খোঁজ নিতে বললে তারা গিয়ে দেখে শাকিলের স্ত্রী বিছানায় পড়ে থাকা শাকিলের পাশে বসে আছে । তার কাছে জানতে চাইলে সে জানায় যে, অজ্ঞাতনামা ৫/৬ জন লোক এসে বালিশ দিয়ে শ্বাসরোধ করে হত্যা করেছে। এসময় তাদেরকে বাধা দিতে গেলে তারা শাকিলের স্ত্রী মিমকেও মারধর করেছে। বিষয়টি থানায় জানানো হলে ঈশ্বরদী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শাকিলের লাশ থানায় নিয়ে আসে। এ'সংবাদ লিখা পর্যন্ত এব্যাপারে থানায় কোন মামলা দায়ের করা হয়নি। বিষয়টি জানার জন্য ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফিরোজ কবিরকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, মৃত ব্যক্তির সুরুতহাল রিপোর্টে তারা দেহের কোন স্থানেই বাহ্যিক আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে বিষয়টি ক্ষতিয়ে দেখার জন্য আত্মীয় স্বজন ও সম্ভাব্য ব্যক্তিদের কাছ থেকে খোঁজ খবর নেয়া হচ্ছে। লাশ ময়না তদন্তের জন্য পাবনা মর্গে প্রেরণ করা হয়েছে। ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ মোঃ আসাদুজ্জামান জানান, মৃত ব্যক্তির লাশের ময়না তদন্ত সম্পন্ন হয়েছে। রিপোর্ট এলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। সেই অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন