স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে থাকা সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারকে ফেনী কারাগারে পাঠানো হয়েছে। শনিবার তাকে স্থানান্তর করা হয়।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে জেলার দেওয়ান মো. তারিকুল ইসলাম বলেন, বাবুল আক্তারকে ফেনী কারাগারে স্থানান্তর করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশেই তাকে স্থানান্তর করা হয়।
এর আগে গত ১১ মে স্ত্রী হত্যায় নিজের দায়ের করা মামলায় বাদী হিসেবে বাবুল আক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কার্যালয়ে ডেকে পাঠান মামলার তদন্ত কর্মকর্তা। পরে হত্যাকান্ডে তারই সম্পৃক্ততা পায় পিবিআই। এরপর তাকে পুলিশ হেফাজতে নিয়ে ১২ মে আগের মামলার চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়া হয়। একই দিন বাবুল আক্তারসহ আটজনের বিরুদ্ধে নতুন আরেকটি হত্যা মামলা দায়ের করেন মিতুর বাবা ও সাবেক পুলিশ পরিদর্শক মোশাররফ হোসেন। সেই থেকে বাবুল আক্তার চট্টগ্রাম কারাগারে অবস্থান করছিলেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন