শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

এবার ক্রিকেটেও দেখা যাবে শেখ রাসেলকে

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ মে, ২০২১, ৯:২২ পিএম

বাংলাদেশের ক্রীড়াঙ্গনে শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেডের মূল পরিচিতি ফুটবল ক্লাব হলেও তারা সহসা ক্রিকেটেও আসছে। শনিবার দুপুরে শেখ রাসেলের পরিচালনা পর্ষদের নির্বাচন শেষে ক্লাবের সদ্য বিদায়ী চেয়ারম্যান সায়েম সোবহান আনভীর এ তথ্য জানান। তিনি বলেন, ‘ফুটবলের পাশাপাশি শেখ রাসেল ক্রীড়া চক্র ক্রিকেটেও আসবে। আমরা ক্রিকেটের জন্য প্রস্তুতি নিয়েছিলাম তিন চার মাস আগে। কিন্তু করোনাভাইরাসের জন্য বিলম্ব হয়েছে। যেহেতু আমরা ঘোষণা দিয়েছি অবশ্যই ক্রিকেটে আসবে শেখ রাসেল।’

ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ আসর বাংলাদেশে প্রিমিয়ার লিগ (বিপিএল) সহ ২০১২-১৩ মৌসুমে ট্রেবল জিতেছিল শেখ রাসেল। শক্তিশালী দল গড়েও এরপর আর কোনো শিরোপার দেখা পায়নি তারা। এবারের বিপিএলে শিরোপা জয়ের ব্যাপারে সায়েম সোবহান বলেন, ‘ইনশাল্লাহ ফুটবলেও ভালো দল হবে। ফুটবল এমন খেলা যে কেউ যে কোনো দিন জিততে পারে।’

মাত্র ক’বছর হলো বসুন্ধরা কিংস ঘরোয়া ফুটবলে যাত্রা শুরু করেছে। এরই মধ্যে তারা স্পোর্টস কমপ্লেক্স করছে। দেশের ফুটবলাঙ্গনে শেখ রাসেলের পথচলা দুই যুগেরও বেশি। তাদের পরিকল্পনায়ও রয়েছে স্পোর্টস একাডেমী জানান সায়েম সোবহান। তার কথায়, ‘আমাদেরও পরিকল্পনায় ছিল একটি একাডেমী করার। আমরা যখনই কাজ শুরু করতে গিয়েছিলাম তখনই করোনার জন্য থমকে গেছে। করোনার জন্য আমরা মিটিং ও এক সঙ্গে না হতে পারায় হয়নি। সামনে অবশ্যই হবে।’

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবল। কিন্তু বাংলাদেশে বর্তমানে খেলাটি কিছুটা অবহেলিত। ফুটবল উন্নয়নে কাজ করার অনেক জায়গা রয়েছে বলেই মনে করেন সায়েম সোবহান আনভীর। এজন্য তিনি বড় ক্লাব ও ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসার অনুরোধ জানিয়েছেন, ‘দুনিয়ার সবচেয়ে বড় স্পোর্টস ক্রিকেট না কিন্তু ফুটবল। বাংলাদেশে ফুটবলটা কেন জানি অবহেলিত। ফুটবলের উন্নয়নে কাজ করার অনেক সুযোগ রয়েছে। আমরা বসুন্ধরা গ্রুপ স্পোর্টস কমপ্লেক্স করেছি। আরো অনেক বড় বড় গ্রুপ যদি একাডেমী করে তাহলে দেশের স্পোর্টসের উন্নয়ন হবে।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন