স্টাফ রিপোর্টার : নতুন করে যাত্রা শুরু করলো অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি (সেন্ট্রাল মিউজিক অ্যান্ড ভিডিও)। মাঝে লম্বা বিরতির পর নতুন করপোরেট অফিস উদ্বোধনের মধ্যদিয়ে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক প্রত্যাবর্তন ঘটে। এদিন সন্ধ্যায় নতুন এই যাত্রার উদ্বোধন করেন সংগীতজ্ঞ আলম খান। এ সময় আরও উপস্থিত ছিলেন সিএমভির প্রধান এসকে শাহেদ আলী, গীতিকবি-সুরকার হাসান মতিউর রহমান, শিল্পী জানে আলম, এসআই টুটুল, আসিফ আকবর, শফিক তুহিন, জয় শাহরিয়ার, পারভেজ সাজ্জাদ, বেলাল খান, কিশোর, ইমরান, ইলিয়াস হোসেন, টিনা মোস্তারী, রাকিব মোসাব্বির, গীতিকবি জাহিদ আকবর, রবিউল ইসলাম জীবন, সুরকার জেকে মজলিশ, সাউন্ডটেক প্রধান সুলতান মাহমুদ বাবুল, লেজার ভিশনের চেয়ারম্যান একেএম আরিফুর রহমান, অনুপম রেকর্ডিং-এর আনোয়ার হোসেনসহ প্রযোজকদের সংগঠন এমআইবির নেতা ও সদস্যরা। লম্বা বিরতির পর আবারও নতুন আঙ্গিকে প্রযোজনায় ফেরা প্রসঙ্গে সিএমভির প্রধান এসকে শাহেদ আলী বলেন, ‘মাঝের সময়টুকেতে অডিও ইন্ডাষ্ট্রিতে অনেক ঝড় বয়ে গেছে। এতদিন সেই ঝড় সামলানোর চেষ্টা করেছি। এখন অডিও বাজারে ডিজিটাল বাতাস বইছে, এসেছে স্থিরতা। আমার বিশ্বাস এই ডিজাটাল পথ ধরে আবারও জমে উঠবে গানের বাজার। সেই প্রত্যাশা থেকেই নতুন করে সিমিএভিকে সাজিয়েছি। আশা করছি এবারও সবার সমর্থন পাবো। সবার দোয়া চাই।’ আসছে ভালোবাসা দিবস উপলক্ষ্যে শিগগিরই প্রযোজনা প্রতিষ্ঠানটি প্রকাশ করছে এক ডজন তারকাবহুল অ্যালবাম। প্রসঙ্গত, ২০০৪ সালে এসকে শাহেদ আলীকে সঙ্গে নিয়ে চিত্রনায়ক-প্রযোজক হেলাল খানের হাত ধরে প্রথম যাত্রা হয় সিএমভির। তখনকার বেশ আলোচিত ও সফল এ প্রযোজনা প্রতিষ্ঠান ২০০৮ সালের দিকে নিজেদের প্রকাশনা প্রায় বন্ধ করে দেয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন