বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

ঘূর্ণিঝড় ইয়াসের ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করলেন এমপি শাওন

ভোলা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩১ মে, ২০২১, ৭:৫২ পিএম

ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, ঘূর্ণিঝড় ইয়াস এর পূর্বে, চলাকালীন ও পরবর্তীতে সরকারের পদক্ষেপ ছিল যথাযথ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের যথাযথ পদক্ষেপের কারণে ঘূর্ণিঝড় ইয়াস মানুষের ক্ষতি করতে পারেনি। ৩১ মে ২০২১ ইং সকালে মঙ্গলসিকদার লঞ্চঘাটে লঞ্চ থেকে নেমেই ক্ষতিগ্রস্ত বেড়ীবাঁধ পরিদর্শন করেন এমপি শাওন। বেড়ীবাঁধ পরিদর্শন শেষে সংক্ষিপ্ত আলোচনায় এসব কথা বলেন তিনি।

এরপর লালমোহন উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের কিশোরগঞ্জ খালের উপর গার্ডার ব্রিজ নির্মাণ কাজ, সাতানী বদিউজ্জামান মাধ্যমিক বিদ্যালয়ের ৫তলা ভিত বিশিষ্ট ৩ তলা ভবন নির্মাণ কাজ, কিশোরগঞ্জ এলাকার রাস্তা পরিদর্শন করে ফরাজগঞ্জ ইউনিয়নস্থ শাওন বাজার পরিদর্শন করেন এমপি শাওন।

এ সময় তিনি বলেন, দেশের অর্থনৈতিক অগ্রগতি ও উন্নয়নের চাকা সচল রাখার জন্য বর্তমান সরকার নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। আওয়ামী লীগ সরকার দেশের মানুষের ভাগ্যোন্নয়ন, অবকাঠামো উন্নয়ন, যোগাযোগসহ সকল ক্ষেত্রে উন্নয়নের জন্য কাজ করছে। এসময় আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন