বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

লজ্জাষ্কর পরিস্থিতিতে পড়তে চায়নি ইসিবি

‘কালো তালিকাভুক্ত’ হচ্ছেন না মরগান

প্রকাশের সময় : ২০ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : ২০০৮ সালে মুম্বাইয়ে সন্ত্রাসী হামলায় ইংল্যান্ড দলের সঙ্গে মরগ্যান ফিরে এসেছিলেন দেশে। ২০১০ সালে আইপিএল চলাকালে বেঙ্গালুরু চিন্নাস্বামী স্টেডিয়ামে বোমা বিস্ফোরণের ঘটনায় ভীতসন্ত্রস্ত হওয়ার কথাও নিজ মুখে বলেছেন ইংল্যান্ডের নিয়মিত ওয়ানডে অধিনায়ক মরগ্যান। অথচ, ইসিবি’র প্রধান নিরাপত্তা উপদেষ্টা রেগ ডিকাসনের রিপোর্টে বাংলাদেশ সফরে নিরাপত্তা ঝুঁকি নেই, তা জেনেও বাংলাদেশ সফর থেকে নাম প্রত্যাহার করেছেন মরগ্যান, একই সিদ্ধান্ত নিতে প্ররোচিত করেছেন ওপেনার অ্যালেক্স হেলসকে। বাংলাদেশ সফর থেকে নাম প্রত্যাহার করলেও আগামী নভেম্বরে ভারত সফরে আপত্তি নেই, সম্প্রতি ইসিবিকে সে সিদ্ধান্তের কথাই জানিয়েছেন ইংল্যান্ডের হয়ে ৪৮ ওয়ানডে অধিনায়কত্ব করা এই আইরিশ বংশোদ্ভুত। এ বছরে ১০ ওয়ানডেতে ৭ জয়ে ইংল্যান্ডকে ওয়ানডে র‌্যাংকিংয়ে ৬ থেকে ৫ এ উঠিয়ে এনে বাংলাদেশ সফর থেকে নাম প্রত্যাহারে ইংলিশ মিডিয়ার তীরে বিদ্ধ হতে হচ্ছে তাকে। তার এবং অ্যালেক্স হেলসের এই সিদ্ধান্তে বিব্রতকর অবস্থায় যে পড়তে হয়েছে ইসিবিকে, রেডিও ফাইভের লাইভ অনুষ্ঠানে ইসিবি’র পরিচালক এবং ইংল্যান্ডের সাবেক অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউস সাক্ষাতকারে এটাই বলেছেন। গতকাল ইংল্যান্ডের দৈনিক ডেইলি মেইলকে তা জানিয়েছেনÑ ‘আমরা এমন একটি পরিস্থিতি কামনা করেছিলাম, যেখানে পুরো দল এক হয়ে বলবে চল একসাথে যাই। আমরা কোন লজ্জাষ্কর পরিস্থিতিতে পড়তে চাইনি।’
তবে বাংলাদেশ সফর থেকে মরগ্যান এবং হেলসের নাম প্রত্যাহারের পরও তাদের ব্যক্তিগত সিদ্ধান্তের বিপক্ষে অবস্থান নেয়ার পক্ষে নন স্ট্রাউস- ‘এই পৃথিবীতে প্রতিটি মানুষই ভিন্ন ভিন্ন ধরনের। তারা যে সিদ্ধান্ত নিয়েছে, তা তারা জেনে-বুঝেই নিয়েছে। এবং আমরা তাদেরকে ছাড়াই সেখানে যাচ্ছি।’ ইসিবি’র বিরোধীতা করেও কালো তালিকাভুক্ত হচ্ছেন না মরগ্যান, হেলস। এমনটাই মনে করছেন স্ট্রাউসÑ ‘তাদেরকে কালো তালিকাভুক্ত করে দল নির্বাচনের সময় রাখা হবে না- এমনটি ভাবা হচ্ছে না। কারণ গত ১২ মাসে মরগান ও হেলস ইংল্যান্ডের হয়ে দুর্দান্ত পারফরম করেছে। আর বিশেষ করে অধিনায়ক হিসেবে মরগানের ভূমিকাও ছিল অসাধারণ। ওরা দু’জনেই খুব পরিপক্ক। কেউ দলে ঢুকে অবিশ্বাস্য কিছু করবে। তবে আমাদের উদ্দেশ্য থাকবে মরগ্যান অধিনায়ক হিসেবে ফিরুক, অ্যালেক্স হেলস দলে নির্বাচনের জন্য থাকুক।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন