শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

মুরাদনগরে বলাৎকারের ঘটনায় দুইবন্ধু কারাগারে

দেবীদ্বার (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১ জুন, ২০২১, ৬:১৮ পিএম

ফুটবল খেলা দেখতে আসা ৭ বছরের এক শিশুকে ধইঞ্চা ক্ষেতে নিয়ে বলাৎকার করেন দুই বন্ধু মিলে। ঘটনাটি কাউকে না বলার জন্য তার পকেটে ২০ টাকা গুজেও দেয় তারা। এ ঘটনা কুমিল্লার মুরাদনগর উপজেলার কামাল্লা ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে। অভিযুক্ত দু’বন্ধুকে গ্রেফতার করে গতকাল মঙ্গলবার জেল-হাজতে পাঠিয়েছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- নোয়াগাঁও গ্রামের আল আমিনের ছেলে রানা মিয়া (১৪) ও হাবিবুর রহমানের ছেলে মেহেদী হাসান (১৬)।
স্থানীয় এলাকাবাসী ও মামলা সূত্রে জানা যায়, গত ২১ মে শুক্রবার বিকেলে উপজেলার কামাল্লা ইউনিয়নের নোয়াগাঁও বাড়ীর পাশের ফুটবল মাঠে খেলা দেখতে যায় ৭ বছরের ওই শিশু। খেলা শেষে বাড়ি ফেরার পথে দুই বন্ধু মিলে মাঠের পাশে ধইঞ্চা ক্ষেতে নিয়ে তাকে বলাৎকার করেন। যাওয়ার পথে শিশুটির পকেটে ২০ টাকা গুঁজে দিয়ে এ ঘটনা কাউকে না বলার জন্য বারণ করেন তারা। প্রচন্ড ব্যথা সইতে না পেরে ঘটনাটি মাকে জানিয়ে দেয় শিশুটি। মা এ ঘটনা স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের জানালে, তারা মিমাংসা করার পাঁয়তারা করেও কোন সমাধা করতে পারেনি। বাধ্য হয়ে তিনি গত শনিবার (২৯ মে) সন্ধ্যায় মুরাদনগর থানায় এসে মামলা করেন। ঘটনার সত্যতা পেয়ে এসআই জাহাঙ্গীর হোসেন ওইদিন রাতেই মেহেদী হাসানকে নিজ বাড়ি থেকে ও গত সোমবার (৩১ মে) রাতে উপজেলার কোম্পানীগঞ্জ এলাকা থেকে রানা মিয়াকে গ্রেফতার করেন।
মুরাদনগর থানার ওসি সাদেকুর রহমান দৈনিক ইনকিলাবকে বলেন, ঘটনার সাথে জড়িত দু’জনই গ্রেফতার পূর্বক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন