বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

মহিলা

কবি সেলিনা রশিদের নীরব কথা মেহরিন কুইন

প্রকাশের সময় : ১৯ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

‘সাহিত্য সুন্দর আর সুন্দরই সাহিত্য’- এ কারণেই হয়তো প্রেমের গোলা ছুড়ে মারে পৃথিবীর অন্তলোকে, প্রকৃতির আপার মহিমায় এক একটি মানুষ। অতঃপর বেরিয়ে আসে বাস্তবতার কল্পনায়, হয়ে উঠে পৃথিবীর শ্রেষ্ঠ ধন। এ কথাগুলি কবি সেলিনা রশিদের ৪৭০টি প্রকাশিত বইয়ের মধ্যে ‘পরাজিত জীবন’ বইয়ের একটি অংশ। ময়মনসিংহের ভালুকায় ৩ তলা বাংলো বাড়ি ‘ওয়াটার হাউজে’ কবি স্বামী সন্তানদের নিয়ে বসবাস। বাড়িটির তিন ধারে পানি আর সামনে বিস্তর জায়গায় ডালিয়া, গোলাপ, গাঁদা ফুলের সাজানো বাগান। বাড়ির চারপাশের বারান্দা দিয়ে প্রকৃতি অনুভব করার এক মনোরম পরিবেশ আর পেছনের আংশ পুরোটায় বিলের সাথে সংযোগ। সেখানে বাঁধা ছোঠ বড় দু’টি খোলা নৌকা। দুজন মাঝি দিনে রাতে বিল পাহারায় ব্যস্ত। বারান্দার এক কোনে কয়েকটি চেয়ার একটা টেবিল সাজানো। যেখানে বসে দেখা যায় বিলের ধার ঘেঁষে গ্রামীণ পরিবেশের কয়েকটি বসতবাড়ির আঙিনা আর অনুভব করা যায় বিলের কিনারে নুয়ে পড়া গাছগুলিতে পাখির কিচিরমিচির কলতান। প্রশস্ত ড্রইংরুমে কয়েক ধরনের সোফাসেট আর দেয়ালের চারিধারে সবুজ সতেজ ফুল আর পেন্টিং। দক্ষিণে বৃহৎ আকৃতির দুটি ময়ূরের প্রতিকৃতি অন্যপাশে মাছের একুরিয়াম। বাড়ির সামনে প্রবেশমুখে দুইধাপ সিড়ির নিচে জলাশয়ে মাছের খেলা দেখে বিস্মিত ও অভিভূত অধ্যাপিকা নুরজাহান বেগম। মানব কল্যাণ সোসাইটির সহ-সভাপতি তিনি। গত শুক্রবার ৮ জানুয়ারি ছুটির দিনে সোসাইটির সদস্যদের বিচরণে কবির ছায়া সুনিবিড় শান্তির নীড় হয়ে উঠে কর্মচঞ্চল উৎসবমুখর। বিলে নৌকায় ঘুরে বেড়ালেন সোসাইটির কোষাধ্যক্ষ খোদেজা করিম রুনু। বাড়ির আঙিনায় দল বেঁধে ছবি তুলতে ভুল করেনি সহ- সভাপতি মিসেস মৌমিতা রহমান, নির্বাহী সদস্য রেহানা সুলতানা, সমাজ কল্যাণ সম্পাদক সাইকা সুলতানাসহ সোসাইটির অন্য সদস্যরা। সেই সাথে সদস্যদের হাতে নানা ধরনের পুরস্কারের ব্যবস্থা করেন লায়ন আ: সালাম চৌধুরী। এসপাডা এনজিও প্রতিষ্ঠাতা এবং সোসাইটির নির্বাহী সদস্য আলহাজ মো: আব্দুর রশিদের আতিথেয়তায় মুগ্ধ সবাই। ২০১১ সালে হবিগঞ্জের মাধবপুরের সামাজিক আপবাদ ও নির্যাতনের শিকার ফেরদৌসী আক্তার ৪টি নিষ্পাপ শিশু নিয়ে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দেয়। সেই নির্মম ঘটনায় ব্যথিত হয়ে সমাজের বঞ্চিত, নির্যাতিত, অসহায় মানুসের কল্যাণে রাজউকের ম্যাজিস্ট্রেট (যুগ্ম-সচীব) মো: রোকন-উদ-দৌলার নেতৃত্বে গড়ে ওঠে মানব কল্যান সোসাইটি। সোসাইটির সহযোগিতায় এগিয়ে আসেন কয়েকজন বিশিষ্ট শিল্পপতি, আইনজীবী, চিত্রনায়িকা, গণমাধ্যমকর্মী। ধীরে ধীরে এগিয়ে যাওয়া সংগঠন থেকে সাহায্য করা হচ্ছে সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তি, উচ্ছেদকৃত বস্তিবাসির বসতের সংস্থান, পোড়া রোগীর চিকিৎসায়, ক্যান্সার আক্রান্ত, থ্যালাসমিয়া রোগীরমত অতি দরিদ্র অসহায়দের খুঁজে বের করে আর্থিক সহায়তা দেয়া। সংগঠনের ফান্ডে প্রথম সহায়তা করেন কবি সেলিনা রশিদ সেকথা আজও কৃতজ্ঞতার সঙ্গে স্বীকার করেন সোসাইটির উপদেষ্টা ও নির্বাহী সদস্য ম্যাজিস্ট্রেট রোকন-উদ-দৌলা। সোসাইটির পক্ষ থেকে সভাপতি এডভোকেট এস, কে সিকদার কবি সেলিনার হাতে তুলে দেন সম্মাননা। শুধু এই সোসাইটিতে সহযোগিতা নয়, কবি শহীদ বীর মুক্তিযোদ্ধার কন্যা হিসেবে গড়ে তোলেন শহীদ পরিবার ফাউন্ডেশন, বিধবা মাতার উদ্দেশ্যে ‘দুস্থ বিধবা কল্যাণ প্রকল্প, আসহায় দুস্থ নারীদের কল্যাণে ‘সেভ দ্য ওম্যান ডেভেলপমেন্ট এসোসিয়েশনসহ অনেকগুলো সংগঠন। তিনি সাহিত্য ও সমাজের নানা ক্ষেত্রে আবদান রাখায় কাজের স্বীকৃতিস্বরূপ দেশ ও দেশের বাইরে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন থেকে দেড় শতাধিক সম্মাননা-সংবর্ধনা ও পুরস্কার পেয়েছেন এবং এ পর্যন্ত ৩৩টি জেলা থেকে সংবর্ধনা পেয়েছেন। তার রচিত বইয়ের সংখ্যা প্রায় ৫শ ছুঁতে চলেছে। প্রতিদিন পড়ন্ত বিকেল নিস্তব্ধতায় আপেক্ষা করে কবির স্পর্শ নিতে ঠিক তেমনি হৃদয় তুলিতে সাজানো গোছানো কবির ব্যক্তি জীবনের কর্মযজ্ঞে। ‘নারী মুক্তির আহ্বান’ কবির শ্রেষ্ঠ নারী জাগতিক কবিতা। যা পৃথিবীর আবহেলিত সকল নারীকে জাগিয়ে তোলার শক্তি যুগিয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন