শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

মাদারীপুরে জোড়া খুনের ঘটনা আড়াল করতেই ভ্যানচালককে হত্যা

স্টাফ রিপোর্টার, মাদারীপুর থেকে : | প্রকাশের সময় : ২ জুন, ২০২১, ১২:০০ এএম

মাদারীপুরের রাজৈরে ২০২০ সালে জানুয়ারি মাসে জোড়া খুনের ঘটনা আড়াল করতে এবং প্রতিপক্ষকে ফাঁসাতে ভ্যানচালক আবদুস সালাম শেখকে হত্যা করেছে সালামের পক্ষের লোকজন। গতকাল দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল ট্রিপল মার্ডারের লোমহর্ষক ও চাঞ্চল্যকর এ তথ্য দিয়েছেন। রাজৈর উপজেলার উত্তর হোসেনপুর গ্রামের সালাম শেখকে কুপিয়ে হত্যা মামলায় তিনজনকে গ্রেফতারের পর হত্যাকাÐের রহস্য বেড়িয়ে আসে। গ্রেফতারকৃতরা হলো রাজৈর উপজেলার উত্তর হোসেনপুর এলাকার ছলেমান খালাসীর ছেলে সরোয়ার খালাসী, মোস্তফা মুন্সীর ছেলে সেরজান মুন্সী ও এলাজউদ্দিনের ছেলে রিপন মুন্সী। গ্রেফতারকৃতদের মধ্যে সেরজান মুন্সী ১৬৪ ধারায় আদালতে হত্যাকাÐে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে সংসাদ সম্মেলনে জানান পুলিশ সুপার। সেরজানের স্বীকারোক্তি মোতাবেক রিপনকে গ্রেফতার করা হয়।
হত্যাকাÐে জড়িত বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই কাওছার তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দ্রæত হত্যাকারীদের শনাক্ত করে রহস্য উদ্ঘাটন করতে সমর্থ হয়।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন