বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

করোনা মহামারির মধ্যেও ফ্রান্সের প্রধান অস্ত্র ক্রেতা সউদী

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৪ জুন, ২০২১, ৮:০৩ এএম

বিশ্বব্যাপী তাণ্ডব চালানো মহামারি করোনাভাইরাস ও অন্য কিছু কারণে ইউরোপের দেশ ফ্রান্সের অস্ত্র বিক্রির পরিমাণ ৪১ শতাংশ কমে যাওয়ার পরও প্রধান অস্ত্র ক্রেতা হিসেবে রয়ে গেছে সউদী আরব। দেশটি গত বছর ফ্রান্স থেকে ৭০ কোটি ৪০ লাখ ইউরোর অস্ত্র কিনেছে। ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রণালয় দেশটির জাতীয় সংসদে দেওয়া অস্ত্র বিক্রি সংক্রান্ত বার্ষিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। খবর পার্সটুডের।
ফ্রান্স ২০২০ সালে অস্ত্র বিক্রি করে ৪৯০ কোটি ইউরো সমপরিমাণ অর্থ আয় করেছে। অবশ্য ২০১৯ সালের তুলনায় এ পরিমান প্রায় অর্ধেক। ওই বছরে দেশটি অস্ত্র বিক্রির খাত থেকে ৮৩০ কোটি ইউরো অর্থ আয় করে।
গত বছর ফ্রান্স থেকে অস্ত্র ক্রয়ে দ্বিতীয় প্রধান দেশ ছিল আমেরিকা। ক্রেতা হিসেবে দেশটি ৪৩ কোটি ৪০ লাখ ইউরো এবং মরক্কো ৪২ কোটি ৬০ লাখ ইউরো মূল্যের অস্ত্র কিনেছে।
এদিকে ফ্রান্স থেকে সউদী আরব যেসব অস্ত্র কিনছে তা মানবাধিকার সংস্থাগুলোর কাছে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এসব অস্ত্র প্রধানত দারিদ্রপীড়িত ইয়েমেনের জনগণের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে। গত ছয় বছরে সউদী আগ্রাসন ইয়েমেনে ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। সূত্র : পার্স টুডে

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন