শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

বর্ষীয়ান আলেম মাওলানা ফজলুর রহমান ইন্তেকাল

বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির শোক

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৪ জুন, ২০২১, ১২:৪৫ পিএম

উপমহাদেশের ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির অন্যতম উপদেষ্টা হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক উপদেষ্টা বর্ষীয়ান রাজনীতিবিদ ও বরেণ্য আলেমে দ্বীন হযরত মাওলানা ফজলুর রহমান (৮৫) গতকাল বৃহস্পতিবার নেত্রকোণা জেলা শহরস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বর্ষীয়ান এই রাজনীতিবিদ তাঁর বর্ণাঢ্য জীবনে দেশে ইসলাম ও মুসলমানদের জন্য বিভিন্ন দ্বীনি প্লাটফর্মে আজীবন কাজ করে গেছেন। তিনি ছাত্রাবস্থা থেকেই ইসলামী আন্দোলনে তথা নেজামে ইসলাম পার্টির ব্যানারে আল্লামা আতহার আলী, মাওলানা সৈয়দ মুসলেহ উদ্দিন, মাওলানা মনজুরুল হক (রহ.)সহ জাতীয় নেতৃবৃন্দের সাহচার্যে থেকে ব্যাপক ভূমিকা রাখেন। অতীতে তিনি নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির অন্যতম কার্যকরী উপদেষ্টা হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছিলেন। এছাড়াও তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশের অন্যতম উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং জমিয়াতুল মোদার্রেছীন বাংলাদেশের কেন্দ্রীয় নীতিনির্ধারক হিসেবে সরকারি মাদরাসা শিক্ষকদের বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে ব্যাপক ভূমিকা রাখেন। আজীবন তিনি বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান সাথে নিজেকে জড়িয়ে রেখেছিলেন। তিনি নেত্রকোণার ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান মিফতাহুল উলূম মাদরাসার পরিচালনা পরিষদের প্রধান ছিলেন। মরহুমের ইন্তেকালে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমির আল্লামা সারোয়ার কামাল আজিজি, সিনিয়র নায়েবে আমির আবদুল মাজেদ আতহারী, নায়েবে আমির আব্দুর রহমান চৌধুরী, ঢাকা মহানগর সভাপতি প্রিন্সিপাল হাফেজ আবু তাহের খানসহ কেন্দ্রীয়নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ এবং তার রূহের মাগফেরাত কামনা করেছেন। তারা মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন