বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কোন্নয়নে আগ্রহী রাশিয়া

বিমান ছিনতাইয়ের আশঙ্কা প্রত্যাখ্যান করলেন না পুতিন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ জুন, ২০২১, ১২:০২ এএম

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করতে রাশিয়া আগ্রহী বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার সেন্ট পিটার্সবার্গ ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামের একটি সেশনে পুতিন এ আগ্রহের কথা জানান। তিনি বলেন, আমরা দ্বিপাক্ষিক বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলবে। আমি বিশ্বাস করি, আমরা আমাদের সম্পর্ক উন্নয়নের উপায় খুঁজে পাব। তাসের খবর অনুসারে, ‘কৌশলগত স্থিতিশীলতা: আন্তর্জাতিক দ্বন্দ্ব নিরসন’ বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে কথা বলতে চান পুতিন। আগামী ১৬ জুন জেনেভায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করবেন পুতিন। বাইডেনের সঙ্গে সম্ভাব্য বৈঠকে করোনা মহামারি, পরিবেশসহ বিভিন্ন ইস্যুতে আলোচনা হবে। অপরদিকে, রাশিয়ায় ওয়ান্টেড কোন ব্যক্তি বিমানে থাকলে লন্ডন থেকে ছেড়ে যাওয়া সেই বিমানকে ছিনতাই বা জোর করে মস্কোতে নিয়ে অবতরণের আশঙ্কা উড়িয়ে দেননি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সম্প্রতি রাইনএয়ারের একটি ফ্লাইটে সাংবাদিক রোমান প্রোতাসেভিচ থাকায় তা জোর করে বেলারুশের রাজধানী মিনস্কে অবতরণ করার দেশটির স্বৈরশাসক আলেকজান্দার লুকাশেঙ্কো। এর প্রেক্ষিতে পুতিনের কাছে রাশিয়ান সাংবাদিক স্টাস নাতানজোন জানতে চান, যদি লন্ডন থেকে ছেড়ে আসা কোনো বিমানে রাশিয়ান কোনো ওয়ান্টেড ব্যক্তি থাকে আর ধরুন তা থাইল্যান্ড যাচ্ছে, তাহলে ওই বিমানকে জোর করে মস্কোতে অবতরণ করাবেন কিনা? তাস, রয়টার্স।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন