শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

করের আওতায় আনতে চায় জি-৭

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ জুন, ২০২১, ১২:০১ এএম

বহুজাতিক প্রযুক্তি কোম্পানিগুলোর ওপর কর আরোপ করতে একটি চুক্তিতে পৌঁছাতে যাচ্ছে বিশ্বের শীর্ষ অর্থনৈতিক শক্তিগুলোর জোট জি-৭। লন্ডনে জোটের অর্থমন্ত্রীদের বৈঠক থেকে এই চুক্তিতে পৌঁছানো যাবে বলে আশা প্রকাশ করা হচ্ছে। চুক্তিটি স্বাক্ষর হলে অ্যামাজন, মাইক্রোসফটের মতো কোম্পানিগুলোকে করের আওতায় আনা যাবে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। জার্মান অর্থমন্ত্রী ওলাফ শুলজ বলেছেন, চুক্তিটি স্বাক্ষর হলে পৃথিবী বদলে যাবে। তিনি বলেন, ১৫ শতাংশ কর আরোপ করা গেলে মহামারির কারণে তৈরি হওয়া ঋণ পরিশোধে সাহায্য পাওয়া যাবে। আর এই চুক্তিটি স্বাক্ষর করা যাবে বলে ‘চরম আত্মবিশ্বাসী’ও তিনি। ফ্রান্সের অর্থমন্ত্রী ব্রুনো লে মাইরে বলেন, ‘ইউরোপের দেশগুলো অতীতে নতুন আন্তর্জাতিক কর ব্যবস্থার বিরোধিতা করেছে তাদের অবশ্যই বুঝতে হবে যে এই চুক্তি বড় ধরনের সুযোগ উন্মোচন করবে।’ দুই মন্ত্রীই বলেছেন, সর্বনিম্ন করের হারই চুক্তিটির মূল বোঝাপড়ার বিষয়। ফরাসি অর্থমন্ত্রী লে মাইরে মনে করেন ১৫ শতাংশ করই শুরুর বিন্দু হবে। তিনি বলেন, ‘যদি বেশি হতে পারে তবে ভালোই হবে কিন্তু ১৫ শতাংশ করই সর্বনিম্ন হতে হবে।’ জার্মান অর্থমন্ত্রী মনে করেন ১৫ শতাংশ করই কার্যকর হবে। বিবিসি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন