বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে টাঙ্গাইলে বিক্ষোভ

টাঙ্গাইল জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৬ জুন, ২০২১, ১২:০১ এএম

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে টাঙ্গাইলের সাধারণ শিক্ষার্থীরা। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে টাঙ্গাইল শহীদ মিনারের সামনে সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, শিক্ষামন্ত্রী ড.দিপু মনি যে ঘোষণা দিয়েছে তা আমরা আন্দোলনরত শিক্ষার্থীরা প্রত্যাখান করছি। দেশে যখন সব কিছু চালু। শুধু বন্ধ দেশের শিক্ষা প্রতিষ্ঠান। দেশে সব কিছু স্বাভাবিক চলছে তাহলে আমরা কি দোষ করেছি। অতি তাড়াতাড়ি শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবি জানান তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন, ফাতেমা রহমান বিথী, নাফিস আর রাফি, সানজিদা মীম, ইভানা জামান খান ঐর্শী, ফাহাদুল ইসলামসহ আরো অনেকেই।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় শহীদ মিনারের সামনে এসে শেষ হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন