শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

ফটিকছড়িতে বজ্রপাতে ২ হিন্দু কৃষাণি নিহত

ফটিকছড়ি (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৬ জুন, ২০২১, ১:০১ পিএম

চট্টগ্রামের ফটিকছড়িতে জমিতে কাজ করা কালে বজ্রপাতে ২ কৃষাণি নিহত হয়েছে। এ সময় বজ্রপাতে গুরুতর আহত হয়েছে আরো ২ কৃৃৃৃষাণি। আজ রবিবার (৬ জুন) সকাল সোয়া ৯টা নাগাদ উপজেলার কাঞ্চননগর ইউপির মানিকপুর গ্রামের ডলু পাড়ায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান রশিদ উদ্দিন চৌধুরী কাতেব এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে তারা সবাই কৃষি জমি তৈরি কাজ করছিল। এ সময় বজ্রপাত হলে ২ মহিলা ঘটনাস্থলে নিহত হয়। নিহত কৃষাণিরা হলো ওই এলাকার মৃত যুগেন্দ্র শীলের স্ত্রী ভানু শীল (৪০) ও বানুশ্বর দাশের স্ত্রী লাকি দাশ (৩৮)। এ ঘটনায় আহত আরো দু'জন মহিলা হলো- ভুবন দে'র স্ত্রী শোভা রাণী দে (৪৫) ও মনতোশ দাশের স্ত্রী মালতী রাণী দাশ (৫০)।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
sats1971 ৬ জুন, ২০২১, ১:১৮ পিএম says : 0
To protect thunder volt, plants palm tree in our house and field and when sky is cloudy do not go out side of house. earthing system may be reduce this incident. Weather bulletins continue broadcasting by media and local community organizer to alert the people. we do better for work
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন