শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

জাতীয় দলে ফেরার ইঙ্গিত আমিরের

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৭ জুন, ২০২১, ১২:০৩ এএম

মাত্র ২৮ বছর বয়সেই পাকিস্তান জাতীয় ক্রিকেট দল থেকে অবসর নিয়ে ক্রিকেট বিশ্বকে রীতিমতো হতবাক করে দিয়েছিলেন দলীয় পেসার মোহাম্মদ আমির। অবশেষে অবসর ভেঙ্গে তিনি ফের জাতীয় দলে ফিরছেন বলে বলে জানালেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান নির্বাহী ওয়াসিম খান।

মূলত মিসবাহ-উল-হক এবং ওয়াকার ইউনিসের সঙ্গে মনোমালিন্য হওয়ার কারণেই রেগে-অভিমানে অবসরের সিদ্ধান্ত নেন আমির। আবারো জাতীয় দলে ফিরতে তার সঙ্গে যোগাযোগ করেছে পিসিবি। কেননা এখনো ফুরিয়ে যাননি এই বাঁ-হাতি পেসার।

এ বিষয়ে ওয়াসিম খান বলেন, ‘আমির এখনও পাকিস্তান দলের একজন খুবই গুরুত্বপূর্ণ সদস্য। আমরা তার ও কোচদের (মিসবাহ উল হক ও ওয়াকার ইউনিস) মধ্যে সমস্যার সমাধান করারই চেষ্টা করব। তবে আমি ওকে এটাও জানাই যে দলের সিনিয়র ক্রিকেটার হিসাবে ও যে পথ বেছে নিয়েছে, একদমই সঠিক নয়।’

উল্লেখ্য, জাতীয় দলের জার্সিগায়ে অভিষেক হওয়ার পর ৩৬টি টেস্ট ম্যাচ খেলে ১১৭টি উইকেট নিয়েছেন ২৮ বছর বয়সী এই পেসার। এছাড়া ওয়ানডেতে ৬১ ম্যাচে ৮১টি এবং ৫০ ম্যাচে ৫৯টি উইকেট নিতে সক্ষম হয়েছেন।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন