শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

যুক্তরাষ্ট্রও সোভিয়েত ইউনিয়নের মতোই ভেঙে পড়বে : পুতিন

উন্মুক্ত আকাশ চুক্তি থেকে বেরিয়ে যেতে আইনে পুতিনের স্বাক্ষর

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ জুন, ২০২১, ১২:০৪ এএম

সোভিয়েত ইউনিয়নের মতো পরাশক্তি যুক্তরাষ্ট্রও ভেঙে যেতে পারে বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেন্ট পিটার্সবার্গ শহরে অর্থনৈতিক বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের ফাঁকে বিশ্বের বিভিন্ন প্রভাবশালী গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়কালে এমন মন্তব্য করেন তিনি। পুতিন বলেন, মার্কিন সরকারও যেকোনো সাম্রাজ্যবাদী পরাশক্তির মতো বর্তমান প্রচলিত নানা ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে। তারা এমন সব সমস্যা তৈরি করছে, যা তাদের পক্ষে এখন সমাধান করা সম্ভব নয়। সাবেক সোভিয়েত ইউনিয়ন সরকারের আমলেও ঠিক এমনটাই ঘটেছিল। রুশ প্রেসিডেন্ট বলেন, ‘মার্কিন কর্মকর্তাদের ধারণা আর্থ-রাজনৈতিক ও সামরিক ক্ষেত্রে তারা এমন এক শক্তিশালী অবস্থানে রয়েছে যে তারা যা ইচ্ছা তাই করতে পারে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সক্ষম। তাদের শক্তি ও সামর্থ্য এতোটা বেশি মনে করে, যে কোনো ক্ষেত্রে ভুল করলেও তাদের খুব একটা সমস্যা হবে না।’ পুতিন মার্কিন সরকারের সামনে বিরাজমান বিভিন্ন সমস্যা ও তাদের ব্যর্থতার বিষয়গুলো উল্লেখ করে বলেন, ‘যুক্তরাষ্ট্রের জটিল সব সমস্যার মাত্রা স্থায়ীভাবে বেড়েই চলেছে এবং এমন এক সময় আসবে যখন এসব সঙ্কট থেকে বেরিয়ে আসার আর কোনো সুযোগ মার্কিন সরকারের থাকবে না। তাই নিশ্চিতভাবে বলা যায় মার্কিন যুক্তরাষ্ট্র এমন এক ভুল পথে হাঁটছে যে পথে সাবেক সোভিয়েত ইউনিয়নও পা দিয়েছিল।’ বিশ্লেষকদের বরাত দিয়ে পার্সটুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের বর্তমান অবস্থার কথা তুলে ধরে তাদের ভবিষ্যত সম্পর্কে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন যেসব কথা বলেছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সোভিয়েত ইউনিয়নের ক্ষেত্রেও একই রকম কথা বলা হতো। শেষ পর্যন্ত সত্যিই ধসে পড়েছিল সোভিয়েত ইউনিয়ন। অপর এক খবরে বলা হয়, ‘ওপেন স্কাই ট্রিটি’ তথা উন্মুক্ত আকাশ চুক্তি থেকে রাশিয়াকে বের করে নেয়ার জন্য একটি চুক্তিতে স্বাক্ষর করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সোমবার তিনি এই স্বাক্ষর করেন। ক্রেমলিনের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, রাশিয়া আশা করেছিল, চলতি মাসের শেষে সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত হতে যাওয়া এক সামিটে চুক্তির বিষয়ে রুশ প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা করবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। কিন্তু মে মাসে বাইডেন প্রশাসন মস্কোকে জানিয়ে দেয় যে, তারা এই চুক্তিতে আর ফিরছে না। গত বছর চুক্তিটি থেকে যুক্তরাষ্ট্রকে বের করে নিয়ে আসেন তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আরটি, ইরনা, রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন