শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

বিদেশি শিল্পী নিয়ে বিজ্ঞাপন বানালে সরকারকে দুই লাখ টাকা দিতে হবে

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ৮ জুন, ২০২১, ১২:০২ এএম

দেশের কোনো বিজ্ঞাপনচিত্রে মডেল হিসেবে বিদেশি শিল্পী নিলে সরকারি ফি হিসেবে শিল্পীপ্রতি ২ লাখ টাকা দিতে হবে। এ সংক্রান্ত নীতিমালা সংশোধন করা হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ। গত রোববার সচিবালয়ে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির নবনির্বাচিত নেতাদের সঙ্গে বৈঠকে তিনি এ তথ্য জানান। সম্প্রতি সংশোধিত দেশীয় চলচ্চিত্র ও বিজ্ঞাপনে বিদেশি অভিনয়শিল্পী, কলাকুশলী, সংগীতজ্ঞ ও সংগীতশিল্পী অংশগ্রহণ বিষয়ে নীতিমালা জারি করে তথ্য মন্ত্রণালয়। তথ্যমন্ত্রী বলেন, আমরা নীতিমালায় সংযোজন করেছি, কেউ বিদেশি শিল্পী দিয়ে বিজ্ঞাপন তৈরি করতে পারবেন, তবে প্রতি শিল্পীর জন্য ২ লাখ টাকা করে ফি দিতে হবে। যে টেলিভিশন এই বিজ্ঞাপন প্রচার করবে, সেই টেলিভিশনকেও এককালীন ২০ হাজার টাকা করে দিতে হবে। এ শর্ত মেনে কেউ বিজ্ঞাপন বানাতে চাইলে বানাতে পারে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, দেশীয় শিল্পী ও শিল্প রক্ষায় এটা করা হয়েছে। তিনি জানান, সিনেমা হল নির্মাণ ও বন্ধ সিনেমা হল চালু করতে স্বল্প সুদে দীর্ঘমেয়াদি ঋণ দেয়া হচ্ছে। এটা অভ‚তপূর্ব কাজ হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন