বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

বজ্রপাতে মৃত ২৪

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ জুন, ২০২১, ১২:০১ এএম

সারা দেশে বজ্রপাতে ২৪ জন নিহত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন জেলা-উপজেলায় ঝড়-বৃষ্টির সময় এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে রাজশাহী ও মানিকগঞ্জে ৪ জন করে, দিনাজপুর, পটুয়াখালী, সাতক্ষীরা ও পিরোজপুরে দুইজন করে, মাদারীপুর ঝিনাইদহের কালীগঞ্জ, নাটোর
ঝিনাইদহের হরিণাকুন্ডু, মেহেরপুর, বরিশাল, চুয়াডাঙ্গা ও মাগুরায় একজন করে। আহত হয়েছেন ১০ জন।
রাজশাহী : রাজশাহীর পবায় আম কুড়াতে গিয়ে বজ্রপাতে চারজন নিহত হয়েছেন। এ সময় আরও দুজন গুরুতর আহত হয়েছেন। গতকাল বেলা সাড়ে ৩টার দিকে কাটাখালী থানাধীন চৌমহিনী এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- মুক্তা (৩৫), আলেয়া (৬৫), সোহান (৮), পরশ (৮)। তারা একই গ্রামের বাসিন্দা। আহতরা হলেন- জীবন (৫) ও ভুট্ট (২০)। তারা রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি। স্থানীয়রা জানান, ঝড়-বৃষ্টির মধ্যে গ্রামের অনেকে আম কুড়াতে গিয়েছিল। তবে একটি স্থানে বজ্রপাতে চারজন মারা গেছে। আহত দুজনকে আমার এখানে আনা হয়েছিল। আমি তাদের রামেক হাসপাতালে দ্রুত নিয়ে যাওয়ার পরামর্শ দিই। কিছু লোক তাদের মোটরসাইকেলে রামেকে নিয়ে যায়।’ কাটাখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আলম বলেন, খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। শুনেছি চারজন ঘটনাস্থলে মারা গেছে এবং দুজনকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
মানিকগঞ্জ : মানিকগঞ্জে বজ্রপাতে এক কলেজছাত্রসহ ৪ জন নিহত হয়েছেন। গত রোববার জেলার ঘিওর ও দৌলতপুর উপজেলায় বিকেল থেকে সন্ধ্যার মধ্যে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, ঘিওরের বৈলট গ্রামের মুক্তার হোসেনের ছেলে কলেজছাত্র শাহিন মিয়া (১৮), একই উপজেলার ঠাকুরকান্দি গ্রামের আরশেদ বিশ্বাসের ছেলে জুলহাস উদ্দিন জুলু (৪০), কুস্তা গ্রামের আব্দুল লতিফ খানের ছেলে ইবাদুল খান (৩২) ও দৌলতপুরের বাঁচামারা গ্রামের আব্দুল বাতেনের ছেলে গোলাম মোস্তফা (৪০)।
পিরোজপুর : পিরোজপুরের স্বরূপকাঠী উপজেলায় বজ্রপাতে স্বামী ও স্ত্রী নিহত হয়েছেন। গতকাল দুপুরে উপজেলার গুয়ারেখা ইউনিয়নের গুয়ারেখা গ্রামের এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- ওই গ্রামের বাসিন্দা আবুল কালাম শেখ (৫২) ও তার স্ত্রী জাহানারা বেগম (৪০)। গুয়ারেখা ইউনিয়নের ইউপি চেয়ারম্যান সুব্রত কুমার ঠাকুর জানান, দুপুরে রান্না ঘরের চালা মেরামতের জন্য আবুল কালাম চালের ওপর ওঠেন। এ সময় রান্না ঘরের নিচে থেকে তার স্ত্রী জাহানারা বেগম তাকে সাহায্যে করছিলেন। তখন হঠাৎ বজ্রপাতে স্বামী ও স্ত্রী দুজনই মারা যান।
মাদারীপুর : মাদারীপুরের শিবচর উপজেলায় বজ্রপাতে রাকিব শেখ (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল বিকেল ৩টার দিকে উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের দোতারা মোল্লাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। রাকিব একই এলাকার জহির উদ্দিন শেখের ছেলে।
কালীগঞ্জ (ঝিনাইদহ) : ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মহেশ্বরচাঁদা গ্রামে বজ্রপাতে মোহাম্মদ আলী (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। গত রোববার রাত সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়। নিহত মোহাম্মদ আলী উপজেলার মহেশ্বরচাঁদা গ্রামের হাজারিকা খাঁর ছেলে।
নাটোর : নাটোরের সিংড়ায় বজ্রপাতে মো. রাসেল (২২) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। গত রোববার বিকেলে উপজেলার কলম কাজিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। রাসেল একই উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়নের আলাদী গ্রামের মো. ওসমান আলীর ছেলে।
হরিণাকুন্ডু (ঝিনাইদহ) : ঝিনাইদহের হরিণাকুন্ডুতে বজ্রপাতে নিয়াজ উদ্দিন নামের (৬০) এক কৃষক নিহত হয়েছেন। গতকাল সকাল দশটার দিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত নিয়াজ উদ্দিন হরিণাকুন্ডু শহরের পার্বতিপুর এলাকার মৃত টুনা মিয়ার ছেলে।
দিনাজপুর : দিনাজপুরের হাকিমপুরে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে দুই বোনের মৃত্যু হয়েছে। গতকাল বিকেল ৪টার দিকে উপজেলার খট্টা মাধবপাড়া ইউনিয়নের লোহাচড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশুরা হলো- মহসিনা (১২) ও মোবাশ্বেরা (৭)। তারা ওই গ্রামের মো. মফিজ উদ্দিনের মেয়ে।
মেহেরপুর : বজ্রপাতে মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুর ইউনিয়নের পুরুন্দরপুর গ্রামে ফরিদ নওদা (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। গত রোববার (৬ জুন) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। ফরিদ ওই গ্রামের মৃত বকস নওদারের ছেলে।
পটুয়াখালী : পটুয়াখালী সদর ও মির্জাগঞ্জ উপজেলায় বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে। রোববার বিকেলে মির্জাগঞ্জের মজিদবাড়িয়া ইউনিয়নের পশ্চিম তাড়াবুনিয়া গ্রামে আব্দুল জলিল ও সদর উপজেলার মরিচবুনিয়া গ্রামে মজিদ হাওলাদার বজ্রপাতে মারা যান।
সাতক্ষীরা : গত রোববার বিকেলে সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা ইউনিয়নের চৌবাড়িয়া ও তালা উপজেলার খলিশখালী ইউনিয়নে হরিণখোলা গ্রামে বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে আরও তিনজন। মৃতরা হলেন- হরিণখোলা গ্রামের আশুতোষ মন্ডলের ছেলে কিশোর মন্ডল (৩৮) ও চৌবাড়িয়া গ্রামের বজলুর রহমানের মেয়ে রাবেয়া খাতুন (২০)। আহতদের পরিচয় জানা যায়নি।
বরিশাল : গত রোববার বিকেল বরিশালের উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নের উত্তর সাতলা গ্রামে বজ্রপাতে নান্টু বালী (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি ওই এলাকার ইউনুস বালীর ছেলে ।
চুয়াডাঙ্গা : গত রোববার বিকেলে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার রুইথনপুর গ্রামের দক্ষিণ মাঠে বজ্রপাতে কোরবান আলী (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি একই উপজেলার রুইথনপুর গ্রামের মৃত ফকির আলীর ছেলে।
মাগুরা : মাগুরার মহম্মদপুরে বজ্রপাতে ছকিরন বেগম (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। গত রোববার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ঘুল্লিয়া ঠাকুর পাড়ায় বাড়ির উঠানে কাজ করার সময় এ ঘটনা ঘটে। ছকিরন বিনোদপুর ইউনিয়নের ঘুল্লিয়া গ্রামের সুরমাউন শেখের স্ত্রী। এক ছেলে দুই মেয়ের জননী ছকিরনের স্বামী পেশায় একজন কৃষক।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
তারিকুল ৮ জুন, ২০২১, ৯:০৩ এএম says : 0
মেহেরপুর এর মুজিবনগর,সোনাপুর মাঝপারা গ্রামেও তো একতা মানুষ বজ্রপাতে মারা গেছে । ৭ জুন বিকেলে এটা ঘটে আম বাগানে আমা কুড়াতে গিয়ে????।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন