শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছে : আহসান হাবিব লিংকন

প্রকাশের সময় : ২১ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : জাতীয় পার্টির (জাফর) প্রেসিডিয়াম সদস্য ও সাবেক এমপি আহমান হাবিব লিংকন বলেছেন, দেশে আজ বৈষম্যের রাজনীতি চলছে। বিরোধী মত প্রকাশকারী রাজনৈতিক দলকে সভা-সমাবেশ করতে দেওয়া হচ্ছে না।
পক্ষান্তরে বাক-স্বাধীনতা হরণ করা হচ্ছে। একের পর এক মিডিয়া বন্ধ করে দেওযা হচ্ছে। গুম-খুন আশঙ্কাজনক হারে বেড়েই চলছে, যা থেকে রাজনীতিবিদরাও রেহাই পাচ্ছেন না। গতকাল তোপখানা রোডে জাতীয় মানবধিকার সমিতি আয়োজিত খালেদা জিয়ার নবম কারামুক্তি উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, দেশবাসী আজ সর্বদা আতঙ্কগ্রস্ত। সকল রাজনৈতিক দলকে যদি সহ-অবস্থানে না আনা যায় তাহলে ভবিষতে জাতিকে খেসারত দিতে হবে।
আয়োজক সংগঠনের মহাসচিব মঞ্জুর হোসেন ঈসার সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন তৃণমূল নাগরিক আন্দোলনের সভাপতি মফিজুর রহমান লিটন, পিএনপির মহাসচিব ফিরোজ আফতাব লিটন, ফরিদ উদ্দিন, সবুর খান, আবু জাফর প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন