শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

মুসলিম পরিবারকে হত্যায় ট্রুডো ও ইমরান খানের নিন্দা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ জুন, ২০২১, ৯:২১ পিএম

ফাইল ছবি


কানাডায় একটি মুসলিম পরিবারের ৪ সদস্যকে গাড়িচাপা দিয়ে হত্যার ঘটনায় নিন্দা জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। অপরদিকে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো জানিয়েছেন, তার দেশে ইসলামভীতির কোনো জায়গা নেই। এক বিবৃতিতে তিনি জানান, এই হত্যাকাণ্ডের ঘটনায় তিনি মর্মাহত হয়েছেন। -বিবিসি, আনাদোলু এজেন্সি

এদিকে এই হত্যাকাণ্ডকে সন্ত্রাসবাদী কর্মকাণ্ড বলে উল্লেখ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এক টুইট বার্তায় তিনি জানিয়েছেন, তিনি এই ঘটনায় খুবই আহত হয়েছেন। পশ্চিমা দেশগুলোতে ক্রমাগত ইসলামভীতি বেড়ে যাওয়ার ঘটনায় তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য মতে, কানাডার স্থানীয় সময় রোববার রাত পৌনে ৯টার দিকে কানাডার অন্টারিও প্রদেশের লন্ডন শহরের রাস্তায় মুসলিম পরিবারের সদস্যদের ট্রাকচাপা দেয় ন্যাথানিয়েল ভেল্টম্যান নামে ২০ বছর বয়সী এক বর্ণবাদী চালক। এতে ওই পরিবারের ৫ সদস্যের মধ্যে ৪ জনই নিহত হন। নিহতদের মধ্যে দুই নারী, এক কিশোরী এবং একজন মধ্যবয়স্ক। তবে বেঁচে যাওয়া একমাত্র শিশুর অবস্থা আশঙ্কাজনক। নিহতরা পাকিস্তানি বংশোদ্ভূত কানাডীয় নাগরিক। এ ঘটনায় চালক পালিয়ে যাওয়ার সময় ঘটনাস্থল থেকে ৭ কিলোমিটার দূরে তাকে আটক করে পুলিশ। ওই চালক স্বীকার করেছে, মুসলিম বলেই তাদের গাড়িচাপা দিয়ে হত্যা করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (2)
জোহেব শাহরিয়ার ৮ জুন, ২০২১, ১১:০৪ পিএম says : 6
খ্রিষ্টান ক্রুসেডার শ্বেতাঙ্গ বর্ণবাদী জঙ্গীর ফাঁসি চাই।
Total Reply(0)
Md Shihabul Fariyad ৯ জুন, ২০২১, ৮:৩৬ এএম says : 0
........র ফাঁসি চাই
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন