বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

আবারও জাতিসংঘের মহাসচিব হচ্ছেন গুতেরেস

কূটনৈতিক সংবাদদাতা | প্রকাশের সময় : ৯ জুন, ২০২১, ৯:১১ এএম | আপডেট : ১:১০ পিএম, ৯ জুন, ২০২১

দ্বিতীয় মেয়াদের জন্য মহাসচিব হিসেবে অ্যান্তোনিও গুতেরেসকে নির্বাচিত করেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। জাতিসংঘের মহাসচিব পদে অন্য কোনো প্রার্থী ছিল না। সে কারণে বিনা প্রতিদ্বদ্বিতায় গতকাল মঙ্গলবার তিনি নির্বাচিত হন।

বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে জানিয়েছে, পর্তুগালের সাবেক প্রেসিডেন্ট গুতেরেস ২০১৭ সাল থেকে জাতিসংঘের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

জানা গেছে, এবার মহাসচিব নির্বাচনে অন্তত ১০ জন প্রার্থী হতে চেয়েছিলেন। তবে ১৯৩টি সদস্য দেশের পক্ষ থেকে কাউকে আনুষ্ঠানিকভাবে সমর্থন দেওয়া হয়নি। ফলে তারা কেউ প্রার্থী হতে পারেননি।

এস্তোনিয়ার রাষ্ট্রদূত সভেন জুর্গেনসন জানান, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রুদ্ধদ্বার বৈঠকে সর্বসম্মতিক্রমে গুতেরেসকে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত হয়। জাতিসংঘের সাধারণ পরিষদের কাছে এ ব্যাপারে সুপারিশ করার পক্ষে প্রস্তাব পাস হয়েছে।

জানা গেছে, জাতিসংঘের সাধারণ পরিষদের অনুমোদন হলো আনুষ্ঠানিকতা। শিগগিরই সেই আনুষ্ঠানিকতা সেরে ফেলা হবে। সূত্র : এএফপি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Mohammad sakib hasan habib ৯ জুন, ২০২১, ১০:২৮ এএম says : 0
Congratulation Mr Antonio Guteresh as a secretary general for the second time of the United Nation.Thank you and also wait thanks for the coming duty.
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন